E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

‘উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে’

২০২২ জুলাই ০৫ ১৫:২৯:২৭
‘উন্নয়ন অব্যাহত রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে’

স্টাফ রিপোর্টার : দেশে ১০-১২ বছর ধরে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় উন্নয়ন অব্যাহত রয়েছে। এ সময়ে আমরা কোনো হরতাল দেখিনি, সড়কে গাড়ি ভাঙচুর হয়নি। সব ইস্যু জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাজধানীর হোটেল ওয়েস্টিনে পোশাক শিল্পের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে পোশাক শিল্পের জন্য নতুন রূপকল্পের ঘোষণা শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের উন্নয়নের এ ধারা বজায় রাখতে সমস্যাগুলো এখনই চিহ্নিত করতে হবে। সব সমস্যার সমাধান করে আরও এগিয়ে যেতে হবে। পাশাপাশি আগামীতে রাজনৈতিক স্থিতিশীলতাও বজায় রাখতে হবে। আমাদের উন্নয়নের সব চ্যালেঞ্জ মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।

শিরীন বলেন, পদ্মা সেতু আমাদের বড় সক্ষমতা ও আত্মমর্যাদার প্রতীক। আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করেছি। নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পেরেছি এটাই আমাদের সক্ষমতার বড় প্রমাণ।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা মনে করি বিজিএমইএ’র রিনিউড ভিশন বা নতুন প্রত্যয় সমগ্র পৃথিবীতে আমাদের পোশাক শিল্পের ভবিষ্যৎ অগ্রাধিকার সম্পর্কে একটি সুস্পষ্ট বার্তা প্রদান করবে। এটি একটি ডাইনামিক লোগো যাতে ৯টি অর্থাধিকার সম্পন্ন বিষয়কে ডটের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এগুলোর প্রত্যেকটিরই স্বতন্ত্র অর্থ আছে।

ফারুক হাসান লিখিত বক্তব্যে বলেন, প্রযুক্তির ব্যাপক পরিবর্তনের সঙ্গে পোশাক শিল্প এমন একটি জায়গায় পৌঁছেছে যে, শিল্পের প্রচলিত নিয়মগুলো খাটছে না। প্রায়ই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। শিল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য পণ্যেও ডিজাইন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া, লিড টাইম-হ্রাস করা, সর্বশেষ প্রযুক্তি গ্রহণ করে উৎপাদন ব্যয় হ্রাস করা এবং কারখানাগুলোকে আরও টেকসই করার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বর্তমান কমিটির সহ-সভাপতি মিরান আলী প্রমুখ।

(ওএস/এএস/জুলাই ০৫, ২০২২)

পাঠকের মতামত:

১৯ আগস্ট ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test