E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'লতিফ সিদ্দিকীর বক্তব্যের সঙ্গে সরকার, দল বা জোটের কোনো সম্পর্ক নেই'

২০১৪ অক্টোবর ০৩ ১৪:০২:৪২
'লতিফ সিদ্দিকীর বক্তব্যের সঙ্গে সরকার, দল বা জোটের কোনো সম্পর্ক নেই'

স্টাফ রিপোর্টার, ঢাকা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘লতিফ সিদ্দিকীর বক্তব্যের সঙ্গে সরকার, দল বা জোটের কোনো সম্পর্ক নেই। নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময়কালে দেয়া বক্তব্য তার একান্ত ব্যক্তিগত এবং এর দায়ভার তার নিজের।’

পবিত্র হজপালনরত তথ্যমন্ত্রী গতকাল মিনা থেকে টেলিফোনে এক বিবৃতিতে একথা বলেন।

শুক্রবার তথ্যমন্ত্রণালয় থেকে পাঠানো সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ইনু আরো বলেন, ‘সরকার ইসলামসহ কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো ধর্মপ্রাণ নাগরিকের অনুভূতিতে আঘাতকারী কোনো বক্তব্যকে কখনো সমর্থন করে না।’

তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা সমন্বয়ে একশ ত্রিশজনের বিশেষ প্রতিনিধি দলসহ ১৫০৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৮ জারেরও বেশি বাংলাদেশি নাগরিক বেসরকারিভাবে বরাবরের মতো এবছরেও সরকারের পৃষ্ঠপোষকতায় হজ পালন করছেন। ধর্মমন্ত্রী হজ পালন সম্পর্কিত বিষয়াদি সরাসরি তদারকি করছেন।’

হাসানুল হক ইনু বলেন, ‘লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তাকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল ও জোটের সকল দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।’

হজ পালনরত এবং দেশে-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সকলকে আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।’

(ওএস/অ/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test