E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নিয়ম মেনে তাকে অপসারণ করা হবে : প্রধানমন্ত্রী

২০১৪ অক্টোবর ০৩ ১৭:৫৩:১৭
নিয়ম মেনে তাকে অপসারণ করা হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : লতিফ সিদ্দিকীর কটূক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি তাকে মন্ত্রিসভায় রাখবো না। তাকে বিদায় নিতে হবে। কিছু নিয়ম মেনে একজনকে অপসারণ করানো হয়। মন্ত্রিপরিষদের সংশ্লিষ্টরা হজে আছেন। তারা এলে নিয়ম মেনে তাকে অপসারণ করা হবে।

’তবে কখন এবং কবে করা হবে সেটা বড় বিষয় নয়। নিয়ম মেনেই সবকিছু করা হবে। লতিফ সিদ্দিকীর মন্তব্যে সরকার নয়, তিনি নিজেই বেকায়দায় পড়েছেন’ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের মন্তব্যে সরকারের বেকায়দায় পড়ার কোনো প্রশ্নই আসে না। লতিফ সিদ্দিকী নিজেই বেকায়দায় পড়েছেন। এর দায় তার। তাকে এ জন্য খেসারত দিতে হবে।

বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন আগ্রহ দেখালাম তখন কোনো খবর ছিল না। এখন কার সঙ্গে আলোচনা করবো? দুর্নীতিবাজ ও হত্যাকারীদের সঙ্গে কোনো আলোচনা নয়।’

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এবং নারী শিক্ষা ও ক্ষমতায়নে আমাদের সরকারের পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। একই সঙ্গে তারা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নেরও প্রশংসা করেছেন।

বিনিয়োগবান্ধব দেশ গড়তে উন্নত দেশগুলো বাংলাদেশ সরকারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘে বাংলাদেশ এবার সমাদৃত হয়েছে। এমডিজি বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করছে। এসব সাফল্য অর্জনে জাতিসংঘে বাংলাদেশে ভাবমূর্তি উজ্জ্বলতর হয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে অংশগ্রহণ বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় এটি শুরু হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের বেশ কয়েক জ্যেষ্ঠ নেতাও উপস্থিত আছেন।

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। সেখান থেকে যুক্তরাজ্যে দুই দিনের ব্যক্তিগত সফর শেষে বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।

পবিত্র হজ, মহানবী হজরত মুহাম্মদ (স.), তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে লতিফ সিদ্দিকীর কটূক্তি নিয়ে দেশ-বিদেশে আলোচনা-সমালোচনা চলছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, ওই ধরনের মন্তব্য করায় শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল থেকেও লতিফ সিদ্দিকীকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ওএস/এইচআর/অক্টোবর ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test