E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

২০১৪ অক্টোবর ০৬ ১১:২৩:১৮
ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রতিবারের মতো এবারো ঈদের সকালে গণভবনে নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামী লীগের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি প্রথমে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ঈদ-উল আযহার শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গেও তার শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেছেন, “মহান আল্লাহর উদ্দেশ্যে প্রিয়বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।”

সবাইকে ঈদুল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ ও বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

(ওএস/অ/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test