E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশকে সতর্ক করেছে ভারত : জঙ্গি তৎপরতা সম্পর্কে

২০১৪ অক্টোবর ০৬ ১৮:৩৮:৩০
বাংলাদেশকে সতর্ক করেছে ভারত : জঙ্গি তৎপরতা সম্পর্কে

নিউজ ডেস্ক, ঢাকা : ভারত জঙ্গি তৎপরতা সম্পর্কে বাংলাদেশকে সতর্ক করেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের একটি বাড়িতে বিস্ফোরিত বোমা বাংলাদেশে হামলার জন্য বানানো হচ্ছিল বলে জানিয়েছে ভারত। সে প্রেক্ষিতেই এ সতর্কতা। হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

গত ২ অক্টোবর বর্ধমানে ওই বিস্ফোরণে নিহত দুজনই বাংলাদেশি এবং বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, নিহত দুজন ও তাদের সহযোগীরা নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) একটি শাখার সদস্য।

বিস্ফোরণে নিহত শামীম শাকিল আহমেদের স্ত্রী রুবি বিবি নিরাপত্তা বাহিনীকে জানিয়েছেন, গত তিন মাসে চার দফায় কুরিয়ারে বাংলাদেশে বোমা পাঠিয়েছেন তারা। ভারতে হামলার জন্য তারা বোমা বানাচ্ছিলেন না বলেও নিরাপত্তা বাহিনীকে বলেন তিনি।

এ বিষয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও ডিজিআইকে ভারতীয় শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা অবহিত করেছেন বলেও হিন্দুস্তান টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়।

(ওএস/পি/অক্টোবর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test