E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ কামাল বহুমাত্রিক গুণে-গুণান্বিত অনির্বাণ বাতিশিখা

২০২২ আগস্ট ০৬ ০১:০১:১৭
শেখ কামাল বহুমাত্রিক গুণে-গুণান্বিত অনির্বাণ বাতিশিখা

স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ কামাল বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের শুদ্ধতম বাতিশিখা। তিনি এ অঙ্গনে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক শৈলীর প্রবর্তক। প্রজন্ম পরম্পরায় তিনি সবার অন্তরে বেঁচে থাকবেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে শুক্রবার (৫ আগস্ট) চট্টগ্রাম নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন নাছির উদ্দীন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন— মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, উপদেষ্টা শফর আলী, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, জালাল উদ্দিন ইকবাল, আবদুল আহাদ, আবু তাহের, শহীদুল আলম, নির্বাহী সদস্য পেয়ার মোহাম্মদ, কামরুল হাসান বুলু, অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, সৈয়দ আমিনুল হক, বখতেয়ার উদ্দিন খান, মহব্বত আলী খান, মোহাম্মদ জাবেদ, বেলাল আহমেদ ও মোরশেদ আকতার চৌধুরী।

সেখানে শহীদ শেখ কামালের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ইমাম মাওলানা ফজল কবির প্রমুখ।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test