E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘তেলের দাম না কমলে বোরো সৌসুমে তেল বিদ্যুৎ ও বীজে ভর্তুকি বাড়িয়ে দেয়া হবে’

২০২২ আগস্ট ১৪ ২০:০৯:৫৬
‘তেলের দাম না কমলে বোরো সৌসুমে তেল বিদ্যুৎ ও বীজে ভর্তুকি বাড়িয়ে দেয়া হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য লেঃ কর্ণেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি কৃষকদের উদ্দেশ্য করে বলেছেন কিছু দিন পরে বোরো ধানের সিজন আসছে। বোরো মৌসুমের আগে তেলের দাম না কমলে প্রতি বছর তেল, বিদুৎ, এবং বীজে যেমর ভর্তুকী দেয়া হয়, এবছর হয়ত আরো বেশি বাড়িয়ে আপনাদের সহায়তা করা হবে। কৃষি উৎপাদন অব্যাহত রাখতে এটি করা হবে। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছি।

রবিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বল নারয়ান বাজারের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশার শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির খান, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আঃ আলীম মোল্যা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সবেক মন্ত্রী লেঃ কর্ণেল ( অবঃ) মুহাম্মদ ফারুক খান আরো বলেন, লোডসেডিং নিয়ে বিএনপি-জামায়াত এবং যারা বাংলাদেশের ভাল চায় না তারা লাম্বা লম্বা কথা বলছে। তারা অসত্য কথা বলছে, তারা গুজব রটনোর চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন আপনাদের এখানে কোন বিদ্যুৎ ছিল না, সুতারাং বিদ্যুৎ নিয়ে কথা বলার কোন অধীকার বিএনপির নাই। তারা আমাদের দেশের মানুষকে কখনো বিদ্যুৎ দেয়নি । বিদ্যুৎ আমরা দিয়েছি, জননেত্রী শেখ হাসিনার সরকার দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানী তেলের সংকটের কারণে এখন কিছুটা সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ অতিদ্রুত এ সংকট দূর হবে। একই ভাবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির দিকে আপনারা তাকিয়ে দেখেন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১০ বার জিনিস পত্রের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে। সেই তুলনায় আমাদের সময়ে কম হয়েছে, এবং যেটুকু হয়েছে আমরা তা মোকাবেলা করার চেষ্টা করছি।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়।

(টিকেবি/এএস/আগস্ট ১৪, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test