E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লতিফ সিদ্দিকীর দেশে ফেরার দায় নেবে না সরকার’

২০১৪ অক্টোবর ১৬ ১৩:০০:০৬
‘লতিফ সিদ্দিকীর দেশে ফেরার দায় নেবে না সরকার’

টাঙ্গাইল প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর দেশে ফেরার দায় সরকার নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতীতে পৌলি নদীর উপর নবনির্মিত সেতু বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উদ্বোধনকালে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলের প্রাথমিক সদস্যপদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশের জবাব যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য না হলে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও থাকবে না লতিফ সিদ্দিকীর।

এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মো. তানভীর ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


(এনইউ/এইচআর/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test