E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলমন্ত্রীর বিয়েতে শঙ্কিত চিরকুমার সমিতি

২০১৪ অক্টোবর ১৬ ১৪:৫৫:৪৮
রেলমন্ত্রীর বিয়েতে শঙ্কিত চিরকুমার সমিতি

কুমিল্লা প্রতিনিধি : রেলমন্ত্রীর বিয়ে উপলক্ষে ইতোমধ্যে নেয়া হয়েছে নানা উদ্যোগ। ৬৭ বছর বয়সী রেলমন্ত্রীর এই বিয়েকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক রসবোধের সৃষ্টি হয়েছে। এ নিয়ে চলছে নানা রসাত্মক আলোচনা। বিয়ের অনুষ্ঠানকে ত্রুটিমুক্ত করতে নানা ব্যবস্থা নিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। এজন্য তিনি সবার দোয়াও চেয়েছেন।

বিয়ের দিন তিনি ঘোড়ার গাড়িতে চড়ে পাত্রীর বাড়ি যাবেন। আর নববধূকে নিয়ে ফিরবেন পালকিতে করে। রেলমন্ত্রীর বৌভাত অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর শুক্রবার, ঢাকায়। জাতীয় সংসদের ২ নম্বর এলডি হলে বৌভাতের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রেলমন্ত্রী ও তার স্ত্রী হনুফা আক্তার রিক্তা অতিথিদের অভ্যর্থনা জানাবেন।

‘কনফার্মড ব্যাচেলর’ হিসেবে পরিচিত রেলমন্ত্রীর বিয়ের খবরে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লার চিরকুমার সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, ২০০১ সালে কুমিল্লার অবিবাহিত পুরুষদের নিয়ে চিরকুমার সমিতির পথচলা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকেই বর্তমান রেলমন্ত্রী মুজিবুল হক সমিতির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন। এই বয়সে তার ‘সাহস’ দেখে অনেকেই সাহসী হয়ে উঠলে সমিতির অস্তিত্বই হুমকির মুখে পড়তে পারে।

হঠাৎ করে তার বিয়ের খবরে সদস্যরা খুশি হলেও অনেকটা অবিভাবকহীন হয়ে পড়ল এই সমিতি। তাদের ভয়, রেলমন্ত্রীর পথ ধরে অনেকেই এখন বিয়েতে আগ্রহী হয়ে উঠতে পারেন। এ অবস্থায় সমিতির ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত বলে একাধিক সদস্য জানান।

সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো সদস্য বিয়ে করলে তাকে ‘অব্যাহতিপত্র’ দেয়া হয়। মন্ত্রীকেও এই ‘অব্যাহতিপত্র’ দেবেন তারা। সমিতির সদস্যদের বিয়ের দাওয়াত দিয়েছেন মন্ত্রী।

বিয়ে উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদসহ সিনিয়র রাজনীতিক ও সাড়ে তিন শ’ এমপির কাছে দাওয়াতপত্র পৌঁছানো হয়েছে।

মন্ত্রীর এপিএস সংসদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিয়ের আমন্ত্রণপত্র বিলি শুরু করলেও তা এখনো শেষ করতে পারেননি। সংসদের হাজারখানেক কর্মকর্তা-কর্মচারীকেও দাওয়াত দেবেন রেলমন্ত্রী। এ ছাড়া দাওয়াত পাবেন তার মন্ত্রণালয়ের কর্মকতা-কর্মচারীরা।

বিয়ের কার্ড অনুযায়ী কনে হনুফা আক্তার রিক্তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মীরাখলা গ্রামে। তিনি মরহুম হাসিব উল্লা মুন্সীর মেয়ে।

(ওএস/এএস/অক্টোবর ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test