E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘জুনেই পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল চালু হবে, প্রকল্পের কাজের অগ্রগতি ৭৩ শতাংশ’

২০২৩ জানুয়ারি ১০ ১৯:০৪:৩৮
‘জুনেই পদ্মা সেতু দিয়ে ঢাকা-ভাঙ্গা রেল চালু হবে, প্রকল্পের কাজের অগ্রগতি ৭৩ শতাংশ’

বিশেষ প্রতিনিধি, মাদারীপুর : পদ্মা রেল সেতুতে রেল ট্রাক কার নিয়ে অগ্রগতি পরিদর্শন করলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মাদারীপুরের শিবচরের পদ্মা স্টেশন থেকে মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রেল ট্রাক কারে চড়ে পদ্মা রেল সেতুর নির্মিত প্রায় দেড় কিলোমিটার অংশ যান। পদ্মা সেতুতে রেল নিয়ে পরিভ্রমণ করায় এসময় সবাইকে উৎফুল্ল দেখা যায়। এ সময় তিনি কর্মরতদের ধন্যবাদ জানান।

রেলমন্ত্রী এ সময় বলেন, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ। জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। ভাঙা পর্যন্ত রেললাইন ছিলো, তার সাথে কানেক্ট করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো। ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে। আর ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে, আর এই অংশটিতে (ঢাকা থেকে মাওয়া) ৬৯ ভাগ পর্যন্ত কাজ শেষ হয়েছে।

মন্ত্রী আরো বলেন, দিনরাত কাজ চলমান আছে, কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন মন্ত্রী।

এ সময় পদ্মা সেতু রেল প্রকল্পের ডেপুটি প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম প্রকল্প পরিচালক আফজাল হোসেন, প্রকল্প ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমাদসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(এএসএ/এএস/জানুয়ারি ১০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test