E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আন্তর্জাতিক পরিসরের প্রত্যাশা পূরণ করছে বাংলাদেশ’

২০২৩ জানুয়ারি ১৯ ১৫:৩২:৪৭
‘আন্তর্জাতিক পরিসরের প্রত্যাশা পূরণ করছে বাংলাদেশ’

তপু ঘোষাল, সাভার : আন্তর্জাতিক পরিসরের প্রত্যাশা পূরণ করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড ও নির্বাচন পরিবর্তী সহিংসতা ঘটেছে, সেদিক থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে ঢাকা জেলার সাভারের কলমা এলাকায় গবাদি পশুর জন্য আদর্শ খাদ্য কারখানা “টোটাল মিক্সড রেশন (টিএমআর)” প্ল্যান্ট উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘সরকারের পক্ষ থেকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী যেটা বলেছেন, মার্কিন যে উপমন্ত্রী এসেছিলেন তার সাথে আলাপ আলোচনার নির্যাস হচ্ছে, তারা যেটা প্রত্যাশা করেছেন বাংলাদেশ সেক্ষেত্রে অনেক অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে আমাদের প্রত্যাশাই আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আমরা আশাবাদী আন্তর্জাতিক পরিসরের যে প্রত্যাশা তা বাংলাদেশ পূরণের চেষ্টা করছে।’

মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড ও নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটছে। সেদিক থেকে বাংলাদেশের পরিস্থিতি অনেক ভালো। আমরা আশাবাদী উন্নয়নের অগ্রযাত্রায় কেউ আমাদের আটকে রাখতে পারবে না।’

গবাদি পশুর জন্য আদর্শ খাদ্য কারখানা “টোটাল মিক্সড রেশন (টিএমআর)” প্ল্যান্ট উদ্বোধন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আজ আমরা এই প্লান্টের কার্যক্রম শুরু করলাম। আমাদের বিশ্বাস প্রাণীর পুষ্টিকর খাবারের জন্য আর বিদেশ নির্ভর হতে হবে না। এখন থেকে গবাদী পশুর জন্য উন্নত গুনসম্পন্ন খাবার তৈরী ও সরবরাহের সুচনা হলো বাংলাদেশে। এই ধারা প্রান্তিক পর্যায়ে পৌছে দেয়া হবে।’

অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।

(টিজি/এএস/জানুয়ারি ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test