E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বীর মুক্তিযোদ্ধারা সঠিক সম্মান পাচ্ছেন’

২০২৩ জানুয়ারি ২১ ২০:১৬:১৩
‘বীর মুক্তিযোদ্ধারা সঠিক সম্মান পাচ্ছেন’

স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধারা সঠিক সম্মান পাচ্ছেন বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। শনিবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, স্বাধীনতার চেতনাকে ধারণ করে বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। সরকার বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে পরিপূর্ণতা দানে ‘ভিশন ২০৪১’ বাস্তবায়ন করছে। এসব পরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করা।

বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে দেশপ্রেমিক হিসেবে তৈরি করেছেন। বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে যোগদান করেছি সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে। তিনি দেশকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু ঘাতকদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হওয়ায়, তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন সেই কাজটি দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে। দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। স্বাধীনতার জন্য শহীদ সব বীর মুক্তিযোদ্ধাদের বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।

ড. খোন্দকার শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ ও মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা ম. হামিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ২১, ২০২৩)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test