E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্রের তথ্য উদঘাটন করতে হবে

২০২৩ জানুয়ারি ৩০ ২০:৩৬:২৭
নির্বাচন ঘিরে সব ষড়যন্ত্রের তথ্য উদঘাটন করতে হবে

স্টাফ রিপোর্টার : আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে দেশবিরোধী অনেক ষড়যন্ত্র হবে। অনেক নাটক সাজানো হবে। সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর অনেক চেষ্টা হবে। মানবাধিকার কমিশনকে তদন্ত করে এসব ষড়যন্ত্র ও নাটকের প্রকৃত তথ্য উদঘাটন করতে হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে হবে।

সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে কমিশন সদস্যরা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

গত ১০ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সম্মেলনের পেছনেও ষড়যন্ত্র ছিল বলে দাবি করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, মানুষে মানুষে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেখানেও মানবাধিকার কমিশনকে কাজ করতে হবে।

আনিসুল হক বলেন, মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত আন্তরিক। মানবাধিকার রক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত সরকার। শুধু এ কমিশন নয়, যে কোনো মানবাধিকার রক্ষার ব্যাপারে সরকার কাজ করবে, সহায়তা দেবে।

শিশু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষার বিষয়ে গুরুত্ব দিয়ে আইনমন্ত্রী বলেন, দেশের ৮০-৮৫ ভাগ মানুষ যেখানে বসবাস করে সেখানে জাতীয় মানবাধিকার কমিশন এখনো পৌঁছাতে পারেনি। এসব জায়গায়ও কমিশনকে কাজ করতে হবে।

তিনি বলেন, গ্রামীণ এলাকা ও তৃণমূল পর্যায়ের অধিকাংশ মানুষ এখনো তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। এসব মানুষকে সচেতন করতে হবে এবং কমিশনকে সফল হতে হলে সচেতনতা বাড়ানো অত্যন্ত প্রয়োজন। এজন্য উপজেলা পর্যায়ে সেমিনার, সিম্পোজিয়াম ও শিশুদের রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য প্রচার কার্যক্রম বাড়াতে হবে।

তড়িৎ ব্যবস্থা নেওয়ার স্বার্থে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অনুসন্ধানের তথ্য পাওয়ামাত্র সরকারকে জানাতে কমিশনকে পরামর্শ দেন আইনমন্ত্রী।

বৈঠকে কমিশন চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ কমিশনের কার্যক্রম তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান এবং তা বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি কমিশনের স্থায়ী ভবন নির্মাণ, অবৈতনিক সদস্যদের মর্যাদা নির্ধারণ, সরাসরি কমিশনের অনুকূলে বাজেট বরাদ্দ এবং কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর কথা তুলে ধরেন।

এসময় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব মো. মইনুল কবির, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার, কমিশনের অবৈতনিক সদস্য মো. আমিনুল ইসলাম, কংজরী চৌধুরী, তানিয়া হক, কাওসার আহমেদ ও কমিশন সচিব নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test