E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোলাম আযমের আপিল শুনানি ২ ডিসেম্বর

২০১৪ অক্টোবর ২২ ১১:১৩:১৭
গোলাম আযমের আপিল শুনানি ২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আপিলের শুনানি হবে আগামী ২ ডিসেম্বর।

বুধবার আপিল বিভাগের ৫ সদস্যের বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেন।

এই সময় বেঞ্চের নেতৃত্ব দেন প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেন। এতে উপিস্থিত অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এসকে (সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক।

এছাড়াও আদালতে আসামি পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৫ জুলাই এ রায় ঘোষণা করেছিল।

পরবর্তী সময়, গত বছরের ১০ আগস্ট গোলাম আযমের দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষ আপিল করে। আপিলে সাড়ে নয় হাজার পৃষ্ঠার মূল ডকুমেন্টে ১০৯টি গ্রাউন্ড আনা হয়েছে। আর মূল আপিল আবেদন ৯৫ পৃষ্ঠার। আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।

(এমএম/এনডি/অক্টোবর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test