E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চলিত বছরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে

২০১৪ অক্টোবর ২৫ ১৭:০৫:৩০
চলিত বছরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু হবে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চলিত বছরের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গোপিনাথপুর ইউনয়িনের চন্ডীদ্বার উচ্চ বিদ্যালয় মাঠে ওই এলাকার চার গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা জানান।

আনিসুল হক বলেন, বাংলাদেশে যাতে পদ্মা সেতু না হয়, সেজন্য নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকার কোনো ষড়যন্ত্রেই পিছু হটেনি। এ বছরই পদ্মা সেতুর নির্মাণ কাজ যথারীতি শুরু করা হবে।

খালেদা জিয়ার আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া আমাদের অবৈধ বলে আন্দোলন করার কথা বললে আমার হাসি পায়। কারণ তিনি ইতোমধ্যেই আন্দোলনে ব্যর্থ হয়েছেন। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আর জেগে উঠে উল্টা পাল্টা বক্তব্য দেন। থাকেন এয়ার কন্ডিশনে, মাঠে আসেন না।

মন্ত্রী আরো বলেন, বিএনপির আমলে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়েনি। শুধু খাম্বা তৈরি করে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ গিলে খেয়েছে। কিন্তু শেখ হাসিনার সরকারের আমলে বর্তমানে সাত হাজার ছয়শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুল হক ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূঁইয়া বকুল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগ নেতা এমজি হাক্কানি, অধ্যক্ষ আকরাম খান, কেন্দ্রীয় যুবলীগের সদস্য অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ও চন্ডিদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম সফিউল্লাহ।

শনিবার কসবা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গোপিনাথপুর, মধুপুর, মানিক্যমুড়ি, দুর্গাপুর গ্রামে পৌনে ছয় কিলোমিটার এলাকায় ২৫৯ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো।

(ওএস/এটিআর/অক্টোবর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test