E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘শিশুকে কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার নয়’

২০২৩ জুন ০৬ ১২:৪০:২৪
‘শিশুকে কোনো গোষ্ঠীর স্বার্থে ব্যবহার নয়’

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, যেসব এনজিও দেশের কল‌্যাণে কাজ করবে, সরকার সবসময় তাদের উৎসাহ দেবে। শিশুদের কল‌্যাণে সরকারি ও বেসরকারি উদ‌্যোগে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় উদ্দেশ‌্যে বা অন‌্য কোনো উপলক্ষের দোহাই দিয়ে শিশুদের দিয়ে চাঁদাবাজি, ভিক্ষাবৃত্তি বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর স্বার্থে কোনো শিশুকে ব‌্যবহার করা যাবে না।

সোমবার (৫ জুন) সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে আরবান প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশের সহযোগিতায় ‘শিশুবান্ধব নগর শিশুর অধিকার: বাস্তবায়ন আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে আয়োজিত সংসদীয় আরবান ককাস গঠনবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল, সিমিন হোসেন রিমি, জুয়েল আরেং, শিরীন আহমেদ, শবনম জাহান, আরমা দত্ত, শামসুন নাহার, সৈয়দা রুবিনা আক্তার, হাবিবা রহমান খান, বাসন্তী চাকমা ও আদিবা আনজুম মিতা অংশগ্রহণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়া আমাদের সবারই দায়িত্ব। এ দায়িত্ব সূচারুরূপে পালন করতে হলে আগামীর ভবিষ‌্যৎ ও বাংলাদেশের সম্পদ প্রতিটি শিশুকে সঠিকভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করে দিতে হবে। কোনো শিশু অবহেলায়, অনাদরে বা অযত্নে বড় হতে পারে না।

সভায় সংসদ সদস‌্যসহ সবার মতামতের ভিত্তিতে শামসুল হক টুকুকে উপদেষ্টা, রানা মোহাম্মদ সোহেলকে সভাপতি এবং আরমা দত্তকে সদস‌্যসচিব করে একটি সংসদীয় আরবান ককাস গঠন করা হয়।

(ওএস/এএস/জুন ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test