E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে সিভিল রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ’

২০২৩ জুন ০৭ ১৬:৫৯:৩৪
‘কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে সিভিল রেজিস্ট্রেশন গুরুত্বপূর্ণ’

স্টাফ রিপোর্টার : উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সিভিল রেজিস্ট্রেশন (জন্ম-মৃত্যু নিবন্ধন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। বুধবার (৭ জুন) ঢাকার একটি অভিজাত হোটেলে দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনালদের তৃতীয় আঞ্চলিক কনফারেন্স উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যে কোনো জাতির কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে হলে সিভিল রেজিস্ট্রেশন বা জন্ম ও মৃত্যু নিবন্ধন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি-২০৩০ বাস্তবায়নের জন্য অগ্রগতি, চ্যালেঞ্জ, সুযোগ এবং কর্মপরিকল্পনা ত্বরান্বিতকরণের জন্য সিভিল রেজিস্ট্রেশন ভাইটাল স্ট্যাটিসটিক্স বা সিআরভিএস বেশ কার্যকর। এজন্য বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আইন প্রণয়ন করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুত নগরায়নের ফলে বাংলাদেশের শহরে কত মানুষ বসবাস করছে সে পরিসংখ্যান আমাদের নীতি প্রণয়নে সাহায্য করে। এছাড়া বর্তমানে বাংলাদেশে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণও অবদান সারা বিশ্বে স্বীকৃত। সিভিল রেজিস্ট্রেশন নারী-পুরুষের নানা ধরনের তথ্য সংরক্ষণ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সেলডন ইয়েট। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে অংশগ্রহণকারী সিভিল রেজিস্ট্রাররা নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমৃদ্ধ হবেন এবং তাদের মধ্যে সম্পর্কের গভীরতা বাড়বে। যা আঞ্চলিক যোগাযোগের বন্ধনকে আরও সমৃদ্ধ করবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম বলেন, এ সম্মেলন দক্ষিণ এশিয়ায় সিআরভিএসকে শক্তিশালী করার প্রচেষ্টার মূল্যায়ন, সাফল্য বা ভালো অনুশীলন। শেখা-শিখন বিষয়গুলি তুলে ধরা, প্রতিশ্রুতিবদ্ধ ও কার্যকর উদ্যোগ গ্রহণ, লগ্নী বা বিনিয়োগগুলোকে চিহ্নিত করার সুযোগ সৃষ্টি করে দেবে।

দক্ষিণ এশিয়ার সিভিল রেজিস্ট্রেশন প্রফেশনাল বা সিআরএইট হলো একটি পেশাদার নেটওয়ার্ক। যারা আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলংকার নাগরিক নিবন্ধনের সঙ্গে কাজ করে।

(ওএস/এসপি/জুন ০৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test