E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে জাবির ১৫ শিক্ষার্থী আহত

২০১৪ অক্টোবর ২৮ ১৫:৩৯:৪৬
বান্দরবানে দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে জাবির ১৫ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে পর্যটকবাহী দুটি জিপের মুখোমুখি সংঘর্ষে ১৫ পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বান্দরবানের পর্যটন স্পট নীলগিরি সড়কের কাপ্রুপাড়া নামকস্থানে পর্যটকবাহী দুটি জিপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ১৫জন শিক্ষার্থী আহত হয়।

খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে গুরুতর পাাঁচজনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এরা হলেন- নাদিয়া, উর্মি, বাবু, নার্গিস এবং তানিয়া। আহত পর্যটকরা সকলে ঢাকা জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানাগেছে। চিকিৎসক প্রবীর চন্দ্র বনিক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। গুরুতর ৫জনকে উন্নত চিকিৎসার চট্টগ্রাম পাঠানো হয়েছে। বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, জেলার থানচি সড়কের কাপ্রুপাড়া এলাকায় নীলগিরি যাওয়ার পথে এবং নীলগিরি থেকে ফেরারপথে পর্যটকবাহী দুটি জীপ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটির প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত হয়। এদিকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রথম দেশ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক কাজী মো. মুজিবর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে যান হাসপাতালে।

(এএফবি/এএস/অক্টোবর ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test