E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন বিচারপতি

২০১৪ অক্টোবর ২৯ ১০:১১:৩৭
ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন বিচারপতি

স্টাফ রিপোর্টার, ঢাকা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলায় রায় ঘোষণার জন্য প্রস্তত ট্রাইব্যুনাল।

ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম ও অন্য দুই সদস্য ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। সকাল নয়টা ৪৫ মিনিটে তারা ট্রাইব্যুনালে পৌঁছেন।

এর পর এসে পৌঁছান চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জিয়াদ আল মালুম, প্রসিকিউটর মোহাম্মদ আলীসহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, শাহজাহান খান, অ্যাডভোকেট সাইফুর রহমানও উপস্থিত রয়েছেন।

নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনও ট্রাইব্যুনালে উপস্থিত রয়েছেন।

নিজামীকে ট্রাইব্যুনালে আনা হয়েছে আগেই। সকাল নয়টা ২৫ মিনিটে স্পেশাল প্রিজন ভ্যানে তাকে নিয়ে ট্রাইব্যুনালে পৌঁছান কারারক্ষিরা।

রাষ্ট্রপক্ষ নিজামীর সর্বোচ্চ সাজা আশা করছে। অপরদিকে নিজামী নির্দোষ প্রমাণিত হয়ে খালাস পাবেন বলে আশা করছেন আসামি পক্ষের আইনজীবী।

>>ট্রাইব্যুনালে নিজামী

>>নিজামীকে ট্রাইব্যুনালে আনার জন্য কারাগারে প্রিজন ভ্যান

>>কাশিমপুর থেকে নিজামীকে ঢাকায় স্থানান্তর

>>নিজামীর বিরুদ্ধে অভিযোগসমূহ

>>বুধবার নিজামীর রায় ঘোষণা


(ওএস/অ/অক্টোবর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test