E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হরতালে স্বাভাবিক সচিবালয়

২০১৪ অক্টোবর ৩০ ১১:৫৭:০৭
হরতালে স্বাভাবিক সচিবালয়

স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালে বৃহস্পতিবার সচিবালয়ের কর্মকাণ্ড স্বাভাবিক রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন।

হরতালের সঙ্গে প্রধানমন্ত্রী পরিদর্শনে আসায় সচিবালয়ের ভেতরে-বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর দেখা গেছে। সচিবালয়ের কাজকর্মে তেমন কোনো প্রভাব পড়েনি। বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা গেছে। কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিও স্বাভাবিক।

প্রধানমন্ত্রী সকাল ১০টা ৩৬ মিনিটে সচিবালয়ে সাত নম্বর ভবনে অবস্থিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন। এজন্য সাত নম্বর ভবনের চারপাশের কোন গাড়ি রাখতে দেওয়া হয়নি।

সচিবালয়ের ১ ও ২ নম্বর ফটকের সামনের সড়কের একটি অংশ গাড়ী চলাচল করতে দেওয়া হচ্ছে না। বন্ধ করে দেওয়া হয়েছে সচিবালয়ের পশ্চিম পাশের রাস্তাটিও।

খাদ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জনপ্রশাসনসহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, হরতালে নির্ধারিত সময়ে অফিসে আসাটা বেশি জরুরি। দেরি হলে না আবার হরতাল সমর্থক হিসেবে চিহ্নিত হয়ে যাই।

সচিবালয়ে দর্শনার্থী ও তদবীরকারীদের উপস্থিতি খুবই কম। এক ও দুই নম্বর গেটের মাঝামাঝি দর্শনার্থী অপেক্ষা কক্ষ প্রায় দর্শনার্থী শূন্য দেখা গেছে।

স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশের প্রতিবাদে দলটি বৃহস্পতি, রবি ও সোমবার হরতাল ডেকেছে।

(ওএস/এইচআর/অক্টোবর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test