E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলমন্ত্রীর বিয়ে আজ

২০১৪ অক্টোবর ৩১ ১০:৫৯:২১
রেলমন্ত্রীর বিয়ে আজ

কুমিল্লা থেকে : রেলমন্ত্রীর বিয়ে আজ। দীর্ঘ ৬৭ বছরের একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মো. মুজিবুল হক এমপি। দেশের ইতিহাসে এটিই প্রথম মন্ত্রী হিসেবে কারও কুমার জীবনের ইতি ঘটছে। তাই দেশের সকল শ্রেণীর মানুষের দৃষ্টি এখন কুমিল্লার চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের দিকে। কারণ কনে হনুফা আক্তার রিক্তা এ গ্রামেরই মেয়ে।

ইতিমধ্যে মন্ত্রী বরকে বরণ করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কনেপক্ষ। এলাকায় চলছে উত্সবের আমেজ, আনন্দ-উচ্ছ্বাস। বিয়ের তোরণ ও প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে আলোকসজ্জার কাজ সবই সম্পন্ন হয়েছে। গ্রামটি এখন মনোমুগ্ধকর বর্ণিল আলোকচ্ছটায় উদ্ভাসিত। বিয়ে উপলক্ষে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমন্ত্রিত মন্ত্রী, এমপি, প্রশাসনের পদস্থ কর্মকর্তাসহ ভিআইপি ও রাজনৈতিক নেতাকর্মীদের আগমনে আজ মুখর হয়ে উঠবে মিরাখলা গ্রাম।

প্রসঙ্গত, বিয়ের পর নবদম্পতি বেইলি রোডের মন্ত্রীপাড়ার বাসায় উঠবেন বলে জানা গেছে। এছাড়া আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সংসদ ভবন চত্বরের ২ নম্বর এলডি হলে প্রীতিভোজ এবং ৬ ডিসেম্বর রেলমন্ত্রীর গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামে বৌ-ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

(ওএস/অ/অক্টোবর ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test