E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস, দূর হতে পারে তাপপ্রবাহ

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১২:০১:৫৯
সারাদেশে বৃষ্টি বাড়ার আভাস, দূর হতে পারে তাপপ্রবাহ

স্টাফ রিপোর্টার : দেশের আট বিভাগেই অর্থাৎ সারাদেশেই সোমবার বৃষ্টি বাড়তে পারে। এতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে চলমান তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

গতকাল রবিবার দিনে চট্টগ্রাম বিভাগ ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি ছিল না। তবে সন্ধ্যার পর ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। বৃষ্টি না থাকায় দেশের বেশিরভাগ অঞ্চলে ছিল গরমের অস্বস্তি। মৃদু তাপপ্রবাহ বইছিল দেশের বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগসহ ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর কিশোরগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ফেনী, ও কুমিল্লা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবার তা প্রশমিত হতে পারে।

রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। তবে দেশের উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগ ছিল বৃষ্টিহীন।

রবিবার রাতে ঢাকায় ঝড়-বৃষ্টি হয়েছে। এতে স্বস্তি ফিরেছে নগরে। সোমবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘে ঢাকা। তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়নি।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

বৃষ্টির প্রবণতা আগামী মঙ্গল ও বুধবার (১৯ ও ২০ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২৪ সেপ্টেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test