E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সড়ক বিভাগের সচিব

যাত্রী বাড়লে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসও বাড়বে

২০২৩ সেপ্টেম্বর ১৮ ১৭:০৩:৪২
যাত্রী বাড়লে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাসও বাড়বে

স্টাফ রিপোর্টার : যাত্রীর সংখ্যা বাড়লে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে বিআরটিসি বাস চলাচল শুরুর আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সচিব বলেন, সাধারণ মানুষের অনেক দিনের দাবি ছিল একটি বাস সার্ভিস চালু করার। ফার্মগেট গুরুত্বপূর্ণ জায়গা, অনেক যাত্রী এখান থেকে যাতায়াত করে। ফার্মগেট একটি হাব। তার পরিপ্রেক্ষিতে প্রতিদিন সাড়ে ৭টা থেকে ফার্মগেট থেকে জসিম উদ্দিন বিআরটিসির আটটি বাস চলবে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা গাড়ি বাড়াবো।

মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল প্রসঙ্গে তিনি বলেন, সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে মোটরসাইকেল আপাতত চলবে না। পুরোপুরি চালু হওয়ার পর বিষয়টি ভেবে দেখা হবে। পদ্মা সেতুতে প্রথমে দেওয়া হয়নি মোটরসাইকেল। পরে দেওয়া হয়েছে। অনেকেই পদ্মা সেতুতে উঠে ছবি তোলেন, সেলফি নিচ্ছেন, আমরা মানুষকে বারবার সতর্ক করছি। নিরাপত্তা বাহিনী বারবার সতর্ক করছে। মানুষের একটা আবেগ আছে। আর এটা তো এক্সপ্রেসওয়ে, এখানে দ্রুতগতিতে গাড়ি চলবে। মোটরসাইকেলের বিষয়ে সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

আগে যে ভাড়া ছিল এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় বিআরটিসি বাসে সে ভাড়া থাকবে বলে জানান সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লা নুরী।

তিনি বলেন, আমাদের টোল দেওয়া লাগলেও আমরা ভাড়া বাড়াবো না। ফার্মগেট থেকে বিমানবন্দর যে ভাড়া আছে সে ভাড়াই থাকবে।

বাসে ই-টিকিটিং চালু প্রসঙ্গে সচিব বলেন, আমরা ই-টিকিটিং চালু করবো না। আমরা চাইছি বিআরটিসিতে স্মার্ট কার্ড চালু করতে। যা বিআরটিসিতে চলবে, মেট্রোতে চলবে। কার্ড প্রস্তুত রয়েছে। এটা কার্যকর করতে একটু সময় লাগবে। একই কার্ড দিয়ে বিআরটিসি এবং এমআরটিসি চলবে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

২২ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test