E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘১/১১ এর মতো আর একটা পরিস্থিতি সৃষ্টির জন্য জামায়াত মাঠে নেমেছে'

২০২৩ অক্টোবর ২৯ ১৪:৩১:১৫
‘১/১১ এর মতো আর একটা পরিস্থিতি সৃষ্টির জন্য জামায়াত মাঠে নেমেছে'

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : '১/১১ এর মতো আর একটা পরিস্থিতি সৃষ্টির জন্য জামায়াত মাঠে নেমেছে' বলে মন্তব্য করেছেন দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, জামায়াত কিন্তু ঘুমন্ত। কোন আন্দোলন-সংগ্রাম তাদের ছিল না। মাঝে মাঝে শুধু সাংবাদিক সম্মেলন করত আর টকশোতে আমাদের গালাগাল করত-এই ছিল তাদের আন্দোলন। নির্বাচন যত সামনে এগিয়ে আসছে, ততই তারা মাঠে নামতে শুরু করেছে। উদ্দেশ্য-নির্বাচন বানচাল করা। ১/১১ এর মতো আর একটা ঘটনা ঘটাতে চায়। আবার যেন তারা শেখ হাসিনাকে কারাগারে পাঠাতে পারে-এটাই তাদের পরিকল্পনা। সেই পরিকল্পনা নিয়েই তারা অগ্রসর হচ্ছে।'

পুলিশ সদস্যকে হত্যা এবং বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর প্রধান অতিথির বক্তৃতাকালে এইসব মন্তব্য করেছেন। আজ রবিবার দুপুরে নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জুর সভাপতিত্বে শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।

২০১৩ সালের ১৪ ডিসেম্বর নীলফামারীর টুপামারী ইউনিয়নের রামগঞ্জ হাটে বিএনপি-জামায়াতের দ্বারা গাড়ী বহরে হামলার ঘটনা স্মরণ করলেন আসাদুজ্জামান নূর। তিনি বলেন, সদর উপজেলার লক্ষ্মীচাপে বিএনপি-জামায়াতের সহিংসতার শিকার সংখ্যালঘু ও আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বান্তনা জানিয়ে ফেরার পথে রামগঞ্জ হাটে আবারও বিএনপি-জামাত হামলা চালায়। এই ঘটনায় ৪ জন দলীয় নেতা-কর্মী নিহত হয়।

শান্তি ও উন্নয়ন সমাবেশে বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক বিএনপি-জামায়াতের উদ্দেশ্য বলেন, তাদের কাছে জাতির কিছু পাওয়ার নেই। জাতি তাদের কাছে পেয়েছে শুধু হত্যা, অগ্নিসংযোগ, পেট্রোল বোমা, দুর্নীতি। তারা বাংলাদেশকে স্বীকার করে না, তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়৷
বিশেষ অতিথি বক্তৃতায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধশালী দেশ দিতে চাইলে কিছুটা ত্যাগ স্বীকার করতে হবে। বিএনপি-জামায়াত যেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেখানেই ঐক্যবদ্ধ হয়ে সব ভেদাভেদ ভুলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

(ওআরকে/এএস/অক্টোবর ২৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test