E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৃহস্থালীর জন্য নতুন গ্যাস সংযোগ প্রদান করা হবে না

২০১৪ নভেম্বর ০৭ ১৭:২৩:৩৪
গৃহস্থালীর জন্য নতুন গ্যাস সংযোগ প্রদান করা হবে না

হবিগঞ্জ প্রতিনিধি : অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, গ্যাস মূল্যবান খনিজ সম্পদ। গৃহস্থালীর জন্য নতুন কোন সংযোগ প্রদান করা হবে না। ঢাকায়ও নতুন সংযোগ বন্ধ রয়েছে। গৃহস্থালীর জন্য এলপি গ্যাস ব্যবহার করা হবে।

শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদ হলরুমে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।

অর্থমন্ত্রী বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার জন্য নতুন নীতিমালা তৈরি করছে। পর্যায়ক্রমে সকল প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে।


তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদেরকে ভোটাধিকার দিয়েছিলেন। চা শ্রমিকদের প্রতি বিশেষ নজর দিতে হবে। মন্ত্রী প্রত্যেক উপজেলায় মুক্তাঙ্গন প্রতিষ্ঠার ঘোষণা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় দেশে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন হয়েছে। হরতালের জন্য এই প্রবৃদ্ধির ধারা বাধাগ্রস্ত হচ্ছে। তাই কঠোরভাবে হরতাল বন্ধ করতে হবে।


তিনি বলেন, ৭১ এর ন্যায় যদি আমার হাতে অস্ত্র থাকত তাহলে হরতালকারীদের গুলি করে হত্যা করতাম।

এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সভাপতি এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, এমপি এডভোকেট মাহবুব আলী, এমপি এম এ মুনিম বাবু ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

(পিডিএস/এটিআর/নভেম্বর ০৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test