E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বির্তকিত নির্বাচন করে আমরা সমালোচিত হতে চাই না’

২০২৩ নভেম্বর ২৩ ১৮:২৪:৩৪
‘বির্তকিত নির্বাচন করে আমরা সমালোচিত হতে চাই না’

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : বির্তকিত নির্বাচন করে আমরা সমালোচিত হতে চাই না। আমাদের আন্তরিক প্রচেষ্টা রয়েছে গ্রহনযোগ্য, অংশগ্রহনমুলক নির্বাচন করার। সেই সাথে নির্বাচন হতে হবে অবাধ,সুষ্ঠু,নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময়কালে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান এসব কথা বলেন।

তিনি বলেন, যাতে ভবিষ্যত প্রজন্মের জন্য বা ভবিষ্যত কোন নির্বাচনের জন্য এটাকে যেন অনুকরণ, অনুসরণ বা মনে রাখতে পারে। এটায় আমাদের উদ্দেশ্য। ব্রাক্ষনবাড়িয়া ও লক্ষীপুরে নির্বাচনে অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রিজাইডিং অফিসার যদি দেখছেন তার ওখানে ঝামেলা হচ্ছে বা কেউ সিল মারছে তাহলে এ্যাকশান না নিলে সাথে সাথে তাকে সাসপেণ্ড করা হবে।

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে নির্বাচনকালিন সময় বিশ্বস্ত প্রতিনিধি হয়ে কাজ করা। মাঠ পর্যায়ে নির্বাচন সুষ্ঠু এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব আপনাদের উপর। আমাদের মনে রাখতে হবে আপনারা সবাই প্রজাতন্ত্রের কর্মচারী। নির্বাচন কমিশনের প্রত্যাশা সকলে যেন তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ নিরপেক্ষ হয়ে পালন করে। কখনো দলীয় মনোভব পোষন করা যাবে না বা রাজনৈতিক দলের নেতাকর্মীদের দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। দায়িত্ব পালনে প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারদের আস্থা অর্জন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখনো অতি উৎসাহী হয়ে এমন কোন আচরন করবেন না যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমুর্তি নষ্ট হয়।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যদি পূর্ব থেকেই ফৌজদারী বা অপরাধ মামলা থাকে সেটি ভিন্নভাবে আদালতে স্বাভাবিক গতিতে চলবে। এছাড়া সহিংসতা, আগুন সন্ত্রাস,ভোটের কার্যক্রমে বাঁধা ও অন্যান্য ক্রিমিনাল কার্যক্রমের জন্য আইন তার নিজের গতিতে চলবে। কিন্তু অযথা নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিভাবে হয়রানিমুলক মামলার অভিযোগ পাওয়া যায়। এসব বিষয়ে সংশ্লিষ্ট সকলকে স্বচ্ছ মনোভাব দেখাতে হবে। নির্বাচনে প্রার্থী বা নেকাকর্মীদের মধ্যে কোন ধরনের আতংক সৃষ্টি না হয় সে বিষয়টাও বিবেচনায় রাখতে হবে। কোন প্রার্থীর বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমন হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টিতে অবশ্যই গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

(একে/এসপি/নভেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test