E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

‘সড়ক দুর্ঘটনারোধে চালকদের চিন্তার পরিবর্তন করতে হবে’

২০২৩ ডিসেম্বর ০১ ১৯:৫১:০২
‘সড়ক দুর্ঘটনারোধে চালকদের চিন্তার পরিবর্তন করতে হবে’

স্টাফ রিপোর্টার : সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা দিয়ে আসছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। সংস্থাটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আবারও সহায়তা দেওয়া হচ্ছে।

এ উপলক্ষে আগামী এক বছরের সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে গত এক বছর সহায়তা কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) প্রেস ক্লাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, নিসচা যে কোনো দুর্যোগ এবং অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। বিশেষ করে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রতিবছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়ন তরা হয়। এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সহায়তামূলক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ইলিয়াস কাঞ্চন আরও বলেন, গতবছর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের এ প্রক্রিয়ায় সারাদেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে দুগ্ধজাত ছাগল (মাতৃ) বিতরণ করা হয়। কেন্দ্রীয় কমিটিসহ দেশের জেলা-উপজেলা পর্যায়ে ১২০টি শাখার মাধ্যমে, সড়ক দুর্ঘটনায় আহত-নিহত অসহায় ৩২০টি পরিবারদের মধ্যে ছাগল বিতরণ করা হয়। এ কর্মসূচি ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়।

সহায়তার মধ্যে মোমবাতি মেশিন, হুইল চেয়ার, কৃত্রিম পা, ক্র্যাচ, ছোট দোকান তৈরি করে দেওয়া (পুঁজিসহ), গরু-ছাগল প্রদান, সেলাই মেশিন বিতরণ, গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়া এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, দেশে সড়ক দুর্ঘটনা রোধে চালক ও কর্মীদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। না হলে যত চেষ্টা করা হোক না কেন, লাভ হবে না। সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে এনে এসডিজি অর্জনে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণ হবে না। তাই পরিবহন সেক্টরের সংশ্লিষ্টদের বলতে চাই, আপনারা আপনাদের মন-মানসিকতার পরিবর্তন করুন। সাধারণ চালকদের জীবনমানের উন্নয়ন করুন। কারণ জীবনমানের উন্নয়ন না হলে যাত্রীদের প্রতি তাদের মায়া-মমতা জন্ম নেবে না।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) মো. আখতার হোসেন, অফিসারস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাবেক সিনিয়র সচিব কে এম মোজাম্মেল হক, সংগঠনের মহাসচিব লিটন এরশাদ, যুগ্ম মহাসচিব জুনাইদুর রহমান মাহফুজ প্রমুখ।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test