E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা-১৯ ও ২০ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩

২০২৩ ডিসেম্বর ০৪ ১৮:৩২:১২
ঢাকা-১৯ ও ২০ আসনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ১৩

তপু ঘোষাল, স্টাফ রিপোর্টার : ঢাকা জেলার অন্তর্ভুক্ত ঢাকা-১৯ ও ২০ দু’টি আসনে ২২ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বিবেচিত হয়েছে, বাতিল হয়েছে নয়জনের।

বাতিল হওয়া ন’জনের মধ্যে দু’জন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাকিরা অন্যান্য ছোটদল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, ঢাকা-১৯ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৩ জন।

এরমধ্যে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. এনামুর রহমান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, গণফ্রন্টের নুরুল আমীন, তৃণমূল বিএনপির মাহবুবুল হাসান, বাংলাদেশ কংগ্রেসের মিলন কুমার, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম ও জাকের পার্টির শামসুদ্দিন আহমেদ।

আর মনোনয়নপত্র বাতিল হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. জুলহাস, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন, বাংলাদেশ জাতীয় পার্টির আইরিন পারভীন, জাতীয় পার্টির বাহাদুর ইসলাম, জাতীয় পার্টির আবুল কালাম আজাদ ও বিএনএমের সাইফুল ইসলাম।

অন্যদিকে ঢাকা-২০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৯ জন। এর মধ্যে বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য

এম এ মালেক, জাতীয় পার্টির খান মোহাম্মদ ইসরাফিল খোকন, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির রেবেকা সুলতানা ও জাকের পার্টির সাইদুর রহমান।

আর মনোনয়নপত্র বাতিল হয়েছে- বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মিনহাজ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের আরজু মিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আমিনুর রহমান।

ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান বলেন, মনোনয়নপত্রে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৯ ও ২০ আসনে ৯জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া এই দু’টি আসনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

(টিজি/এসপি/ডিসেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test