E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

স্মার্ট ভূমিসেবার আওতায় আসছে হাট-বাজার

২০২৩ ডিসেম্বর ০৬ ২৩:৫৬:২৯
স্মার্ট ভূমিসেবার আওতায় আসছে হাট-বাজার

স্টাফ রিপোর্টার : হাট-বাজারের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনা স্মার্ট ভূমিসেবার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব মো. খলিলুর রহমান।

বুধবার (৬ ডিসেম্বর) সচিবালয়ে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৩’ প্রণয়ন সম্পর্কিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সচিব। ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি সচিব বলেন, ‘স্মার্ট ভূমি সেবার আওতায় আনার অংশ হিসেবে হাট ও বাজার এর তথ্য ভূমি তথ্য ব্যাংকে (ল্যান্ড ডাটা ব্যাংক) আপলোড করা হচ্ছে। এতে দেশের সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে হাট-বাজার আরও দক্ষতার সঙ্গে ইজারা দেওয়া সম্ভব হবে এবং রাজস্ব বাড়বে। সর্বোপরি দেশের মানুষ এর সুফল পাবেন।’

২০২১-২২ অর্থবছরের হিসাব অনুযায়ী সারাদেশে মোট হাট ও বাজার সংখ্যা ১০ হাজার ২৭৩টি। এর মধ্যে ৭ হাজার ৯৭২টি ইজারা দেওয়া হাট ও বাজার থেকে সরকারের প্রায় ৭৪৪ কোটি টাকা।

গত ১৩ ফেব্রুয়ারি ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) আইন, ২০২৩’ এর গেজেট প্রকাশ হয়। বর্তমানে এর বিধিমালা প্রণয়নের কাজ চলছে। খুব শিগগির বিধিমালা প্রণয়ন করা সম্ভব হবে বলে আশা করছে ভূমি মন্ত্রণালয়।

এসময় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডলসহ কর্মশালায় ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর-সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test