E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃহস্পতিবার শহীদ মিনারে জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা

২০১৪ নভেম্বর ১২ ১৬:২৩:২৫
বৃহস্পতিবার শহীদ মিনারে জিল্লুর রহমানকে শেষ শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার : সম্মিলিত সাংস্কৃতিক জোট জানিয়েছে, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শিক্ষাবিদ অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর মরদেহ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রয়াত এ শিক্ষাবিদের কফিন শহীদ মিনারে রাখা হবে। এর আগে সকাল ৯টায় তাকে নেওয়া হবে তার সাবেক কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর জিল্লুর রহমানের মরদেহ জানাজার জন্য নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে। তবে তাকে কোথায় দাফন করা হবে- সে সিদ্ধান্ত এখনো হয়নি বরে জানান কুদ্দুস।

মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে তাকে দাফন করা হতে পারে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জিল্লুর রহমান সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

স্বাধীনতা পুরস্কারে ভূষিত এই শিক্ষাবিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৯০-৯১ সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন।

তার বড় ছেলে দাউদ আফজাল যুক্তরাষ্ট্রে একটি বিশ্ববিদ্যালয়ে রসায়নের শিক্ষক, মেজ ছেলে শাকিল আক্তার একজন চিকিৎসক, ছোট ছেলে ফারহাদ আনোয়ার মালয়েশিয়ায় একটি বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থ বিজ্ঞান পড়ান। তার একমাত্র মেয়ে একটি উন্নয়ন সংস্থায় কাজ করেন।

মেজ ছেলে শাকিল আক্তার সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতেই তার বাবার মরদেহ ঢাকার শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুই ভাই বিদেশ থেকে ফিরলে দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।


(ওএস/এএস/নভেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test