E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:২৪:১৭
রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, আসন্ন পবিত্র রমজানে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। এরইমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে ৪টি পণ্যের ক্যারিট কমিয়ে দেওয়া হয়েছে। এই সপ্তাহে আমদানিকারক ও যারা পণ্য তৈরি করে তাদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেওয়া হবে। একই সাথে খেজুরের টেরিসও কমিয়ে দেওয়া হয়েছে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ারে আহসানুল ইসলাম টিটুর বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু বলেন, ভারত আমাদেরকে পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে। ভারতসহ অন্যান্য প্রতিবেশি দেশ থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমরা কাজ করছি।

তিনি বলেন, চালের কোনো সংকট আমাদের নেই। ১৭ লাখ মেট্রিকটনের উপরে চালের মজুদ রয়েছে। আশা করছি, চাল নিয়ে কেউ চালবাজি করতে পারবে না।

বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেছেন- আগে বিভিন্ন জাহাজ থেকে মালামাল আসতো, তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারতো। কিন্তু এখন যারা জাহাজের মালিক তারাই মিলের মালিক, আবার তারাই সরবরাহকারী। তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ করতে না পারে সেজন্য আমরা ব্যবস্থাগ্রহণ করছি। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ যেসব হোলসেল মার্কেট রয়েছে- তারাও যেন পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে, আমরা সে ব্যবস্থা করছি। দু’-চার, পাঁচ-দশটা কোম্পানির কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে আমরা সে কিষয়েও ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করছি। আমাদের টিসিবি সারাদেশের একটি পরিবারের মাঝে স্বল্পমূল্যে পণ্য সরবরাহ করে একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করছে।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস প্রতাপ মুকুল প্রমুখ।

(এসএম/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test