E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘ধ্বংসকৃত রেলকে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সম্প্রসারণ করা হয়েছে’

২০২৪ ফেব্রুয়ারি ১৮ ২৩:৫৩:৩৩
‘ধ্বংসকৃত রেলকে প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় সম্প্রসারণ করা হয়েছে’

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপি-জামায়াত রেলকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে গিয়েছিল।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই রেলকে  পর্যায়ক্রমে সম্প্রসারণ করে চলেছেন। সেবার মান বৃদ্ধি করে রেলকে জনগনের দোরগোড়ায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।  আমাদের জনবল সংকট থাকার পরও রেলপথ মন্ত্রনালয়কে সম্প্রসারণ করা হয়েছে।  রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি রবিবার (১৮ ফেব্রুয়ারি)  ঈশ্বরদী রেলওয়ে লোকোসেড পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী  এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, জনবলকে প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জনের মাধ্যমে যোগ্য করে তুলে রেলকে আধুনিকায়ন করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্মার্ট বাংলাদেশের পার্ট হিসেবে তাল মিলিয়ে রেলকে উন্নয়নের চেষ্টা করা হচ্ছে।

পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ, রেলপথ মন্ত্রনালয়ের সচীব ডক্টর মোঃ হুমায়ূন কবীর, রেলের মহাপরিচালক কামরুল আহসান, এডিজি আরএস পার্থ সরকার,পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার,পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলের ডিআরএম শাহ্ সুফী নূর মোহাম্মদ, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাসসহ পশ্চিমাঞ্চল রেলের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রেলওয়ে পাকশী বিভাগের সকল বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে পাকশী বিভাগের সামগ্রিক কার্যক্রম ও উন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।
এসময় পাকশী বিভাগীয় রেলের সকল অফিসের সমস্যা, ভূ-সম্পত্তি বিভাগের অবৈধ দখলে যাওয়া জমি ও বাসাবাড়ি উদ্ধার পূর্বক সামগ্রিকভাবে রাজস্ব আয় বৃদ্ধির বিষয়ে মন্ত্রী নির্দেশনা প্রদান করেন।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test