E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্ব আদায় বাড়ছে চট্টগ্রাম কাস্টমসের

২০১৪ নভেম্বর ১৫ ১২:০০:০১
রাজস্ব আদায় বাড়ছে চট্টগ্রাম কাস্টমসের

চট্টগ্রাম প্রতিনিধি : চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বিপরীতে ভ্যাট, শুল্ক এবং সম্পূরক শুল্ক খাতে ছয় হাজার চারশ’ কোটি টাকা রাজস্ব আয় করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে শুধুমাত্র ভ্যাট খাতে রাজস্ব জমা পড়েছে তিন হাজার ৩১ কোটি টাকা। চট্টগ্রাম কাস্টমসের  রাজস্ব আয়ের এই পরিমাণ গত অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় প্রায় ৩৩৫ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার মাসুদ সাদিক বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম কাস্টমস হাউসে রাজস্ব আদায় তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরে (২০১৪-১৫) আমদানিকৃত পণ্যের বিপরীতে ভ্যাট (মূল্যসংযোজন কর) জমা হয়েছে তিন হাজার ৩১ কোটি ৬৭ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৬২ কোটি ৯৬ লাখ টাকা বেশি। ২০১৩-১৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে এ আদায়ের পরিমাণ ছিল দুই হাজার ৭৬৮ কোটি ৭১ লাখ টাকা।’

মাসুদ সাদিক আরো বলেন, ‘চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা পণ্যের বিপরীতে ভ্যাট, শুল্ক এবং সম্পূরক শুল্ক এই তিন খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিলো ছয় হাজার ১২০ কোটি ৫৭ লাখ টাকা। এর বিপরীতে আহরণ হয়েছে ছয় হাজার ৪৫৫ কোটি ৭৪ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৩৫ কোটি ১৭ লাখ টাকা বেশি।’

কাস্টমস সূত্রে জানা যায়, চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আয়ের পরিসংখ্যান অনুযায়ী অর্থবছরের শুরু থেকেই প্রতি মাসে ধারাবাহিকভাবে বেড়েছে ভ্যাট আদায়ের পরিমাণ। এর মধ্যে জুলাইয়ে ৯১৩ কোটি ৫২ লাখ টাকা এবং আগস্টে এক হাজার ৪২ কোটি ৫৩ লাখ টাকা। সেপ্টেম্বরে এই আদায় আরও বেড়ে দাঁড়ায় এক হাজার ৭৫ কোটি ৬২ লাখ টাকা। শুল্কখাতে জুলাইয়ে ৭১৪ কোটি ৬৮ লাখ টাকা, আগস্টে ৯১৭ কোটি ৫০ লাখ টাকা, সেপ্টেম্বরে ৮৯৮ কোটি ৪৫ লাখ টাকা আদায় হয়েছে। সম্পূরক শুল্ক খাতে জুলাইয়ে ২৮৬ কোটি ৮০ লাখ টাকা, আগস্টে ৩১৭ কোটি ১৮ লাখ টাকা, সেপ্টেম্বরে ২৮৯ কোটি ৪৬ লাখ টাকা আদায় হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষেরে কর্মতৎপরতা এবং শুল্ক গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে চট্টগ্রাম কাস্টমস-এ ধারাবাহিকভাবে রাজস্ব আদায় বৃদ্ধি পাচ্ছে এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


(ওএস/এইচআর/নভেম্বর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test