E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নিত্যপণ্যের দাম কমেছে, মানুষ এখন স্বস্তিতে আছে’

২০২৪ মার্চ ৩০ ১৯:০৮:০৭
‘নিত্যপণ্যের দাম কমেছে, মানুষ এখন স্বস্তিতে আছে’

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : দেশের মানুষ সুখে থাকুক, ভালো থাকুক, এটা বিএনপি চায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘নিত্যপণ্যের দাম কমেছে। মানুষ এখন স্বস্তিতে আছে। এখন তারা (বিএনপি) ভারতের পণ্য বর্জনের ডাক দিয়েছে। এর মাধ্যমে স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের প্রতি সতর্ক থাকতে হবে।’

শনিবার (৩০ মার্চ) দুপুরে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস এলাকায় কাদেরিয়া বাহিনীর জাদুঘর নির্মাণের স্থান পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল এ দেশে শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত সমাজ তৈরি করা, সেটা যেন না হয় সে জন্য এখনো তারা পাকিস্তানকেই হৃদয়ে ধারণ করে নানা সমালোচনা করে।

স্বাধীনতার পরাজিত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তাদের প্রতি আমাদের সতর্ক থাকতে হবে।’

মন্ত্রী বলেন, কাদের সিদ্দিকী ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। মন্ত্রী টাঙ্গাইলে মুক্তিযুদ্ধের ও বঙ্গবন্ধুর সকল স্মৃতিবিজড়িত স্থান সরকারিভাবে সংরক্ষণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মুক্তিযুদ্ধের সংগঠক ও কালিহাতী-৪ আসনের সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাদেরিয়া বাহিনীর প্রধান বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর-উত্তম। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির, টাঙ্গাইল-৭ আসনের এমপি খান আহমেদ শুভ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, সাবেক এমপি আতাউর রহমান খান, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ও টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর প্রমুখ।

বক্তারা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর হাতে কাদেরিয়া বাহিনীর অস্ত্র সমর্পণের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘর দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এ সময় সারা জেলা থেকে আগত শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। পরে মন্ত্রী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বানিয়াফৈর এলাকা পরিদর্শনে যান। যেখানে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ভারতীয় ছত্রীসেনারা অবতরণ করেছিলেন।

(এসএম/এসপি/মার্চ ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test