E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নতুন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রসাটমের ডিজির সাক্ষাৎ

২০২৪ এপ্রিল ০২ ১৮:৩৯:০৪
নতুন প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রসাটমের ডিজির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে রুশ রাস্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ মঙ্গলবার (২ এপ্রিল) গণভবনে সাক্ষাৎ করেছেন। এসময় পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ- রাশিয়া কৌশলগত সহযোগিতার বিষয়গুলো বিশদ আলোচনা হয়। রসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে সাক্ষাতের খবর জাননো হয়েছে।

আলেক্সি লিখাচেভ বলেন, “রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ মাইলস্টোন অর্জিত হতে যাচ্ছে। চলতি বছর শেষ হওয়ার আগেই প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ হবে। বর্তমানে আমরা নতুন প্রকল্প নিয়ে আলোচনা করছি। রূপপুর এনপিপি সাইটে আরও দুটি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের ব্যাপারে বাংলাদেশ গভীর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও উচ্চক্ষমতা সম্পন্ন মাল্টিপারপাস গবেষণা রিয়্যাক্টর নির্মানের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। গবেষণা রিয়্যাক্টর বিজ্ঞান ও নিউক্লিয়ার মেডিসিন ক্ষেত্রে বিভিন্ন সমাধান দিতে সক্ষম”।

এর আগে সোমবার (১ এপ্রিল) রসাটম মহাপরিচালক ঢাকায় আসেন এবং তিনি নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও গ্রীন সিটি আবাসিক এলাকা পরিদর্শন করেন।

প্রসংগত: রাশিয়ার আর্থিক ও কারিগরী সহযোগিতায় ঈশ্বরদী উপজেলার রূপপুরে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মিত হচ্ছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। সর্বাধুনিক থার্ড প্লাস প্রজন্মের ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর স্থাপিত হচ্ছে প্রতিটি ইউনিটে। প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্ট্রাকটর হিসেবে দায়িত্ব পালন করছে রসাটমের প্রকৌশল শাখা।

(এসকেকে/এসপি/এপ্রিল ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test