E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিলম্ব ছাড়াই যাত্রা শুরু হলো ঈদে ঘরে ফেরা ট্রেন যাত্রীদের

২০২৪ এপ্রিল ০৩ ১৩:২১:৪৭
বিলম্ব ছাড়াই যাত্রা শুরু হলো ঈদে ঘরে ফেরা ট্রেন যাত্রীদের

স্টাফ রিপোর্টার : ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের ঘরমুখো মানুষের প্রথম দিনের ট্রেন আজ সকাল থেকে গন্তব্যে ছুটছে।

বুধবার (৩ এপ্রিল) ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে প্রথমে ট্রেন ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯) সকাল ৬টায় ও দ্বিতীয় ট্রেন হিসেবে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস (৮১৬) ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ১৫ মিনিটে।

কিন্তু পর্যটক এক্সপ্রেস ৫ মিনিট বিলম্ব নিয়ে ৬ নম্বর প্লাটফর্ম থেকে ছেড়ে গেলেও সাড়ে ৬টারও পর ধূমকেতু এক্সপ্রেস ঢাকা ছেড়েছে।

এদিকে সাতদিন ব্যাপী ঈদযাত্রায় মানুষকে ঘরে পৌঁছাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রেলওয়ে ও আইনশৃঙ্খলা বাহিনী।

গত ২৪ মার্চ যেসব যাত্রী বুধবারের (৩ এপ্রিল) অগ্রিম টিকিট কেটেছেন তারা আজ বাড়ি ফিরতে রেলস্টেশনে আসছেন।

তৃতীয় ট্রেন সিলেটগামী পারাবত এক্সপ্রেসও (৭০৯) চার মিনিট বিলম্ব নিয়ে সকাল ৬টা ৩৪ মিনিটে এক নম্বর প্লাটফর্ম থেকে ঢাকা ছেড়ে গেছে।

রেল সূত্র জানিয়েছে, এদিন সকাল থেকেই শুরু হওয়া বিশেষ ট্রেনযাত্রায় ইতোমধ্যেই ঢাকা ছেড়েছেন অনেকে। তবে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি কোনো ট্রেন।

পারাবত এক্সপ্রেসের যাত্রী শফিউল ইসলাম বলেন, অনলাইনে টিকিট কেটে আজ বাড়ি ফিরছি। বেশ ভালোই লাগছে কোনো ভোগান্তি ছাড়া বাড়ি ফিরতে পারবো দেখে।

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বাঁশ দিয়ে নির্মাণ করা এসব অস্থায়ী গেটের সামনে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন রেলওয়ের নির্ধারিত কর্মকর্তারা। সেখানেই ঈদ যাত্রার জন্য স্টেশনে আসা যাত্রীর টিকিট চেক করে ভেতরের দিকে প্রবেশ করানো হচ্ছে। টিকিট ছাড়া ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না।

যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য তার পাশেই বানানো হয়েছে বেশ কয়েকটি সংস্থার অস্থায়ী বুথ। পুলিশ, আরএনবি, র‌্যাব-৩-এর এসব বুথে দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

আর প্ল্যাটফর্মের ভেতরে প্রবেশ করতে হলেও আবার দেখাতে হচ্ছে টিকিট। সেসব টিকিট স্ক্যান করে তথ্য নিশ্চিত হওয়ার পরই ভেতরের দিকে তারা প্রবেশ করতে পারছেন।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কোনো ট্রেনে খুব বেশি বিলম্ব হয়নি। আমাদের সকল পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। আশা করি যাত্রীদের জন্য একটি সুন্দর ঈদযাত্রা আমরা উপহার দিতে পারবো।

প্রসঙ্গত, ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন যাত্রার ৪ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৫ মার্চ ও ৫ এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে গত ২৬ মার্চ।

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৭ এপ্রিলের টিকিট ২৮ মার্চ, ৮ এপ্রিলের টিকিট ২৯ মার্চ ও ৯ এপ্রিলের টিকিট ৩০ মার্চ বিক্রি করা হয়েছে।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। যাত্রীদের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

(ওএস/এএস/এপ্রিল ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test