E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের চিকিৎসা ব্যবস্থায় অদৃশ্য সংকট রয়েছে’

২০২৪ এপ্রিল ০৪ ১৪:০৬:১০
‘দেশের চিকিৎসা ব্যবস্থায় অদৃশ্য সংকট রয়েছে’

স্টাফ রিপোর্টার : দেশের চিকিৎসা ব্যবস্থায় অদৃশ্য সংকট রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আলোচনাসভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, গুরুত্বপূর্ণ যন্ত্র আমদানি হয়ে প্যাকেটের মধ্যে পড়ে থাকে কিন্তু ব্যবহার হয় না—এই ইতিহাস আমাদের আছে। আমার জীবন মরণ পরিস্থিতে ল্যাব থেকে এনে শেষ মুহূর্তে তা কাজে লাগানো হয়েছে। আমাদের হাসপাতাল আছে, চিকিৎসকরাও ভালো, তারপরও কোথায় যেন সংকট রয়েছে। এখানে স্বচ্ছভাবে দায়িত্ব পালন খুব চ্যালেঞ্জিং। এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবাইকে নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের প্রসঙ্গে তিনি বলেন, যথার্থ ব্যক্তিকে মূল্যায়ন করা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, এটা আমাদের দলের নেতৃত্বের প্রতিচ্ছবি। আমার ধারণা তিনি তার যোগ্যতার প্রমাণ দেবেন। আমি মনে করি স্বাস্থ্য ব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়।

তিনি আরও বলেন, পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল করার প্রস্তাব আছে। প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। অনুমোদন হলে আপনাদের জানাবো। আমাদের বড় আধুনিক হাসপাতালের বড় প্রয়োজন।

(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test