E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন বলেই তাদের পাশে তার সরকার’

২০২৪ এপ্রিল ০৬ ২০:০১:১২
‘শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন বলেই তাদের পাশে তার সরকার’

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১২৮ জন রোগীকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০ হাজার টাকা হারে মোট ৬৪ লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

৬ এপ্রিল, শনিবার বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।

এ সময় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয় অসুস্থ মানুষের চিকিৎসার জন্য এই আর্থিক সহযোগিতা। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন আপনাদের আরো সেবা করতে পারেন।

ডাঃ দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন বলেই তাদের পাশে তার সরকার যতখানি সম্ভব দাঁড়াবার চেষ্টা করছেন। তিনি যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করে এবং সকলকে ঈদের আগাম শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় চাঁদপুর যৌথভাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বশির আহমেদ।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী বেপারী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকারসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সরকারি পরিচালক ফিরোজ আহমেদ।

(ইউএইচ/এএস/এপ্রিল ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test