E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জিএসপি ছাড়া টিকফা মূল্যহীন : বাণিজ্যমন্ত্রী

২০১৪ নভেম্বর ১৭ ১২:১৫:২৩
জিএসপি ছাড়া টিকফা মূল্যহীন : বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ছাড়া ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট (টিকফা) চুক্তি মূল্যহীন।’

সোমবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে যুক্তরাষ্ট্রের পণ্যের তিন দিনব্যাপী প্রদর্শনী ‘ইউএস ট্রেড শো ২০১৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) ও ঢাকায় মার্কিন দূতাবাসের যৌথ আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন খাতের ৪৩টি প্রতিষ্ঠান এ পণ্যমেলায় অংশগ্রহণ করছে। ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার প্রবেশ ফি ধরা হয়েছে ২০ টাকা।

তোফায়েল আহমেদ বলেন, ‘পৃথিবীর একটি মাত্র দেশে অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্স রয়েছে। সেটি হলো বাংলাদেশে এর কারণ, আমরা পৃথিবীর দ্বিতীয় শীর্ষ তৈরী পোশাক রপ্তানিকারক দেশ। আপনারা আমাদের তৈরী পোশাক খাতের শতকরা ৮০ ভাগ বিল্ডিং এ ত্রুটি খুঁজে পান। আমি বলব, এটি ১০০ ভাগ। সব বিল্ডিংয়ে ত্রুটি খুঁজে পাবেন। আপনারা বলবেন, কতগুলো প্রতিষ্ঠান সহনীয়? আপনারা এই রকম মাত্র ৩৫টি কারখানা খুঁজে পেয়েছেন, যা মোট কারখানার শতকরা ১.৮ ভাগ।’

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ‘জিএসপি সুবিধা স্থগিত ও অ্যাকর্ড অ্যান্ড অ্যালায়েন্সের জন্য রপ্তানি ব্যাহত হচ্ছে। আশা করি মার্কিন সরকার জিএসপি সুবিধা দেবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, এফবিসিসিআিই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম ও অ্যামচেমের নির্বাহী পরিচালক এ গফুর।

ড্যান মজিনা বলেন, ‘বিনিয়োগ আকৃষ্ট করতে অবশ্যই সরকারকে কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে। উন্নত আইনের শাসন, দুর্নীতি কমানো, রাজনৈতিক অস্থিরতার হুমকি কমানো বিনিয়োগ আকৃষ্টের ক্ষেত্রে সহায়ক হবে।’

(ওএস/এইচআর/নভেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test