E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

২০২৪ এপ্রিল ২৩ ১৮:৪৩:৪৬
চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন

স্টাফ রিপোর্টার : আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফসিল ঘোষণা হয়েছে। এই ধাপে ৫৫ উপজেলায় ভোট ৫ জুন হবে। নির্বাচন কমিশনের ৩২তম সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বিকেল সাড়ে ৩টায় সভাটি হয়।

সভা শেষে ইসি সচিব মো জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে উপজেলা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের তফসিল ঘোষণা করে ইসি। ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় ধাপের ১৬০ উপজেলার ভোটগ্রহণ হবে ২১ মে। আর তৃতীয় ধাপের ১১২টি উপজেলার নির্বাচন ২৯ মে হবে।

এবারের উপজেলা নির্বাচনে বাধ্যতামূলকভাবে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান রেখে নতুন বিধিমালা করেছে ইসি। সেই অনুযায়ী প্রথম ধাপের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল মঙ্গলবার।

(ওএস/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test