E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করা হয়েছে’

২০২৪ এপ্রিল ২৮ ১৯:০৮:০৮
‘উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করা হয়েছে’

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : নির্বাচন কমিশনার মোঃ আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের চাইতে উপজেলা পরিষদ নির্বাচনে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। জাতীয় নির্বাচনে শুধু সেনাবাহিনী ছিলো তবে উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মোতায়েন থাকবে। 

এসময় ইসি জানান, জাতীয় নির্বাচনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য পর্যাপ্ত থাকে না। তবে উপজেলা নির্বাচন প্যায়ক্রমে অনু্ষ্ঠিত হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য পর্যাপ্ত থাকবে।

আজ রবিবার বিকেলে গোপালগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন, গণমাধ্যমে সব ধরণের কথা বলা রিস্ক। কারণ কোথাও আমি বলিনি শতকরা ৮০ ভাগ ভোট পড়বে তবে কোনো কোনো গণমাধ্যম তাই প্রচার করেছে। অনেকে আবার কলামও লিখেছেন। এজন্য আমি গণমাধ্যমকে ভয় পাই। কথাগুলো বলা অভিজ্ঞতার আলোকে। পূর্বে আমরা দেখেছি স্থানীয় সরকার নির্বাচনে সবসময় ভোটের হার বেশি পড়ে।

এর আগে দুপুরে তিনি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পন করে গভীর শ্রদ্ধা জানান। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা নির্বাচন অফিসার মোঃ ফয়জুল মোল্যাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test