E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খালেদাকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানালেন ইনু

২০১৪ নভেম্বর ২১ ১৪:৫২:২৭
খালেদাকে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানালেন ইনু

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ পরিহার করে গণতন্ত্রের ভাষায় কথা বলার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুরে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়া ধ্বংস করতে ব্যর্থ হয়ে আন্দোলনের নামে সন্ত্রাসের হুমকি দিচ্ছেন।

ইনু বলেন, মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার অতীতের অবস্থান সন্ত্রাসবাদী ও জঙ্গিবাদী। তিনি এর জন্য ক্ষমা চাননি। নির্বাচনের কথা বলে তিনি পারিবারিক অপরাধ ঢাকার চেষ্টা করছেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, বারুইপাড়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুল ইসলাম প্রমুখ।

(ওএস/অ/নভেম্বর ২১, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test