E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বাল্যবিবাহ রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে’

২০১৪ নভেম্বর ২২ ১৯:০৪:৩২
‘বাল্যবিবাহ রোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে’

সিরাজগঞ্জ প্রতিনিধি : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্যবিবাহের অবসান ঘটানোর জন্য প্রচলিত আইনের পাশাপাশি তৃণমূল পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে।

শনিবার বিকেলে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হাজী কোরপ আলী কলেজ মাঠে বাল্যবিবাহ প্রতিরোধ করে মাতৃমৃত্যু রোধ করুন বিষয়ক একটি জনসচেতনতামূলক সমাবেশ এ প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন বলেন, সামাজিক সচেতনতার কাজটি প্রথমে পরিবার থেকে শুরু করতে হবে, সামাজিক মূল্যবোধ ও মনোভাব পরিবর্তন করতে হবে। বাল্যবিবাহের বিরুদ্ধে সকল পর্যায়ে প্রচারাভিযান চালিয়ে যেতে হবে। অল্প বয়সে বিয়ে না দিয়ে মেয়েদেরকে শিক্ষিত করে গড়ে তোলতে হবে।

স্পিকার বলেন, আমাদের মেয়েদের ভবিষ্যৎ নিজেদের গড়ে তোলতে হবে। মেয়েদের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে তাদেরকে সুযোগ করে দিতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের পাশাপাশি পুরুষদের এগিয়ে আসতে হবে।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ বাল্যবিবাহ, বাল্যবিবাহ মেয়েদেরকে বিপদের মধ্যে ঠেলে দেয়, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দেয়ার সম্ভাবনা থাকে এবং শিক্ষার সুযোগ কমে যায়।

তিনি বলেন, অপরিণত বয়সে বিয়ের মানসিক আঘাত পরবর্তী প্রজন্মের উপরেও প্রভাব ফেলে। মেয়েটি তার নিজের বাল্যকাল হারিয়ে ফেলার কারণে মানসিকভাবে তার সন্তানদেরকে কখনোই যথাযথভাবে গড়ে তুলতে পারে না এবং অপরিণত বয়সে বিয়ে হওয়ার কারণে সেই মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য মানসিকভাবে সক্ষম থাকে না।

তিনি আরো বলেন, বাংলাদেশ এমডিজি অর্জনে বিশ্বে রোল মডেল। সবাই ঐক্যবদ্ধ থেকে যেকোন লক্ষ্য অর্জন করা সম্ভব। স্বাধীনতাকে অর্থবহ করতে এর সুফল ঘরে ঘরেপৌছে দিতে হবে। সকলক্ষেত্রে নারী পুরুষের সমতা সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সংসদ-সদস্যগণ দেশের উন্নয়নে কাজ করছেন। বাল্যবিবাহ নিরোধ নারী উন্নয়ন তথা জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। নারীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়।সেজন্য নারী উন্নয়নের সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ড. শিরীন শারমিন বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, সুন্দর সমাজ বিনির্মাণ ও দেশের উন্নয়ন ঘটিয়ে রূপকল্প-২০২১ বাস্তবায়নের মাধ্যমে অপার সম্ভাবনার দেশ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দসহ দলমত নির্বিশেষে সকলে এগিয়ে আসতে হবে।

(এসসি/এএস/নভেম্বর ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test