E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লতিফ সিদ্দিকীকে নিয়ে রাজনীতি নয়’

২০১৪ নভেম্বর ২৬ ১৮:৩৫:৩২
‘লতিফ সিদ্দিকীকে নিয়ে রাজনীতি নয়’

সিলেট প্রতিনিধি : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ইস্যু নিয়ে রাজনীতির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার দুপুরে সিলেটের চন্ডিপুল এলাকায় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিচালিত এক অভিযান শেষে এ মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, গর্হিত বক্তব্য দেওয়ার পর থেকেই লতিফ সিদ্দিকীর বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। এছাড়া তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলছে।

তবে বিষয়টিকে ইস্যু বানিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার বিষয়ে তিনি বলেন, ওই ঘটনায় এরমধ্যে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশের সঙ্গে আমিও একমত।

এসময় মন্ত্রীর সঙ্গে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে আকস্মিক সফরে সিলেটে আসেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় বেসরকারি একটি এয়ারলাইন্সে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মন্ত্রী।

দুপুর সোয়া ২টায় বিমানবন্দর থেকে নগরীতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে ১০টি ইজিবাইক আটক করে পুলিশে দেন মন্ত্রী। দুপুর ২টা ২০ মিনিটে তিনি আরো ১০টি ইজিবাইক আটক করে পুলিশে দেন।

সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, সিলেটের হুমায়ুন রশীদ চত্বর ও চন্ডিপুলে অবৈধ ট্রাকস্ট্যান্ড এবং ট্রাক টার্মিনাল পরিদর্শনের পর সিলেটে অবস্থান করবেন মন্ত্রী।

(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test