E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গ্যাসের সাশ্রয়ী ব্যবহারের উপর প্রধানমন্ত্রীর গুরত্বারোপ

২০১৪ নভেম্বর ২৯ ১৩:৫৮:৪১
গ্যাসের সাশ্রয়ী ব্যবহারের উপর প্রধানমন্ত্রীর গুরত্বারোপ

হবিগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক গ্যাস বিতরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি গ্যাসের সাশ্রয়ী ব্যবহারের উপর গুরত্বারোপ করেছেন। তিনি দেশের প্রাকৃতিক গ্যাস সম্পদের অনুসন্ধান, উত্তোলন, সঞ্চালনের মাধ্যমে একটি সুসংহত জ্বালানিখাত গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শনিবার হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের সম্প্রসারণ প্রকল্পের গ্যাস উৎপাদন এবং বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইনে গ্যাস সরবরাহের উদ্বোধনের পর এক বক্তব্যে প্রধানমন্ত্রী এই অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় জ্বালানিখাতে সরকারের কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, আমরা সুন্দলপুর, শ্রীকাইল ও রূপগঞ্জ ক্ষেত্র আবিষ্কার করেছি। আবিষ্কৃত গ্যাসক্ষেত্রসহ অন্যান্য উন্নয়ন কূপ এবং ওয়ার্কওভার কার্যক্রমের মাধ্যমে অতিরিক্ত ৭১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়েছে।

‘২০০৮ সালের এ সময়ে দৈনিক গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ১ হাজার ৭৪৪ মিলিয়ন ঘনফুট আর ২০১৪ সালের এ সময়ে দৈনিক গ্যাস উৎপাদন হার ২ হাজার ৪৫৪ মিলিয়ন ঘনফুট।’

৭০৬ কিলোমিটার নতুন ট্রান্সমিশন লাইন স্থাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে গ্যাস নেটওয়ার্ক বিভাগীয় শহর রাজশাহীতে সম্প্রসারণ করা হয়েছে। হাটিকুমরুল-ভেড়ামাড়া পাইপলাইনের কাজ শেষ হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ সম্প্রসারিত হবে।

এদিন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়ক হতে বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট সংযোগ সড়ক এবং নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন এবং বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প, বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্ট, বিজনাই ব্রীজ, নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া তিনি সামিট বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

বিবিয়ানা গ্যাস ফিল্ডের এই সম্প্রসারণ জাতীয় গ্রিডে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে এবং আরও ৪ হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদন বৃদ্ধি পাবে। এর ফলে বিবিয়ানা গ্যাস ফিল্ড হতে দৈনিক প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ৮ হাজার ২০০ ব্যারেল কনডেনসেট উৎপাদন সম্ভব হবে।

বিবিয়ানা-ধনুয়া গ্যাস সঞ্চালন পাইপ লাইন উচ্চচাপ বিশিষ্ট ৩৬ ইঞ্চি ব্যাসের ১৩৭ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইন। যা এ যাবৎ কালের সর্বোচ্চ ব্যাস বিশিষ্ট পাইপ লাইন।

এর ছাড়াও প্রধানমন্ত্রী বিবিয়ানা দক্ষিণ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

(ওএস/এএস/নভেম্বর ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test