E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘দেশের উন্নয়নে নারীদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে’

২০১৪ ডিসেম্বর ১২ ১৮:২৬:২৪
‘দেশের উন্নয়নে নারীদের আরো বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে’

বগুড়া প্রতিনিধি : বিরোধি দলীয় হুইপ ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে নারী সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সময়ের সাথে দেশের নারী সমাজ এগিয়ে চলেছে সামনের দিকে। সরকার নারীদের কল্যানে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। বেকার ও দরিদ্রদের কর্মসংস্থানে বিভিন্ন কর্মসুচি বাস্তবায়ন করছে। তাই নারী সমাজকে দেশের উন্নয়নে আরো বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রশিক্ষণ গ্রহন করে দক্ষতা অর্জনের মধ্য দিয়ে নারীদের স্বনির্ভর হতে হবে। নারীদের উন্নয়নে নারীদেরকেই এগিয়ে আসতে হবে। সকলে ঐক্যবদ্ধ হয়ে সমবায়ের মাধ্যমে বিভিন্ন কর্মসুচি গ্রহন ও বাস্তবায়ন করার জন্য তিনি আহবান জানান। শুক্রবার বেলা ১২ টায় শহরের নারুলী পশ্চিম পাড়ায় চাঁদের হাসি উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা ও গণসংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। সমিতির সভাপতি মোছা. ববি আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি ওমরকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমবায় অফিসার মাহবুবুর রহমান, ওয়ার্ল্ড ভিশন বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ড. শাকিল আহমেদ, প্রজেক্ট ম্যানেজার ইভানস্ গোমেজ, পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রুস্তম আলী, সমাজসেবক হাফিজুর রহমান, সদর উপজেলা জাপার আহবায়ক এইচ এম ইকবাল, সদস্য সচিব আরিফুল ইসলাম শহীদ, সমিতির সাধারণ সম্পাদক নাহিদা পারভিন, যুবসংহহিনেতা মাকছুদ আলম, বাবু, রেখা বেগম, যুথি বেগম, বেলী বেগম, জিন্নাত আরা, তানজিলা, এমডি খোকন মিয়া,কামাল হোসেন প্রমুখ। পরে বিকেলে এমপি ওমর শহরের গোদারপাড়া মহিলা মাদ্রাসায় ইসলামী জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

(এএসবি/এএস/ডিসেম্বর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test