E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুন্দরবন বিশ্বের সম্পদ, সুন্দরবনকে বাঁচাতে হবে’

২০১৪ ডিসেম্বর ১৪ ১৭:৫৩:১৪
‘সুন্দরবন বিশ্বের সম্পদ, সুন্দরবনকে বাঁচাতে হবে’

মেহেরপুর প্রতিনিধি : সুন্দরবন শুধু আমাদের সম্পদ নয় সারা বিশ্বের সম্পদ। তাই সুন্দর বনের বিপর্যয় ঘটানোর কোন অধিকার নেই আমাদের। আমরা আন্তজার্তিক ভাবে দায়বদ্ধ সুন্দর বন সংরক্ষন করার জন্য। সুন্দর বন সিডরের সময় সাতক্ষিরা দক্ষিণ বঙ্গ কে রক্ষা করেছে। সুন্দর বন প্রসঙ্গে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোন অবকাশ নেই। কুমির সহ বিভিন্ন প্রাণী মারা যাচ্ছে বলে মন্তব্য করেন।

রবিবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা পরিষদ অডিটরিয়ামে মেয়েদের সেরা বিদ্যালয় পুরস্কার বিতরন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক, হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল’র ভাইস প্রেসিডেন্ট ডঃ বদিউল আলম মজুমদার এ কথা বলেন।

কন্য শিশু অ্যাডভোকেসী ফোরমের আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, কান্ট্রি কো অর্ডিনেটর আই টিভিএস মাহমুদ হাসান, নারী নেত্রী নুরজাহান বেগম, দি হাঙ্গার প্রজেক্টের এরিয়া সমন্বয়কারী খোরশেদ আলম, গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন, শিক্ষক আবুল কাশেম প্রমুখ ।

মেয়েদের স্কুলে অংশ গ্রহণ ও পড়াশোনার উন্নত সুযোগ দানের জন্য ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়,মেয়েদের নেতৃত্ব বিকাশের জন্য সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়,সহায়ক পরিবেশের জন্য বাউট সোলাইমানী মাধ্যমিক বিদ্যালয়,মেয়েদের সামাজিক নিরাপত্তার জন্য বামুন্দী নিশিপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ও কার্যকর অভিভাবক শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনায় আমতৈল মাধ্যমিক বিদ্যালয় পুরস্কার গ্রহণ করেন। এছাড়া অংশগ্রহণকারী ২১ টি স্কুল কে ক্রেষ্ট প্রদান করা হয়।

পরে ধানখোলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও ইউপি চেয়ারম্যান ও সেচ্ছাসেবকদের সাথে এমডিজি ইউনিয়ন গড়ে তোলার লক্ষে মতবিনিময় করেন তিনি। মতবিনিময় সভায় ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,বামুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়াল,কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইন,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম,ইউপি সচিব রফিকুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক,হাঙ্গার প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল’র ভাইস প্রেসিডেন্ট ডঃ বদিউল আলম মজুমদার কে ফুলের তোড়া দিয়ে বরন করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

(আইএম/এএস/ডিসেম্বর ১৪, ২০১৪)


পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test