E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ শুরু

২০১৪ ডিসেম্বর ২৩ ১৭:৩৩:২২
সুন্দরবনে জাতিসংঘের বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ শুরু

বাগেরহাট প্রতিনিধি : ফার্নেস অয়েল নি:সরণে সংকটাপন্ন ওয়ার্ল্ড হ্যরিটেজ সুন্দরবনের জীব-বৈচিত্র্যের অবস্থা সরেজমিনে পরিক্ষ-নিরিক্ষা শুরু করেছে জাতিসংঘের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞ দলটি সোমবার বিকালে মংলায় এসে সরাসরি পলিটিং হোম নামের একটি জলযানে করে চলে যায় সুন্দরবনে।

মঙ্গলবার সকাল থেকে ৪টি স্প্রিড বোডে করে ক্ষতিগ্রস্ত বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই বন্যপ্রাণী অভায়ারণ্যসহ শ্যালা নদী হতে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষন শুরু করেছে। ৪টি দলে ভাগ হয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে শ্যালা নদীসহ ক্ষতিগ্রস্ত এলাকার পানি, নদীর তলদেশেসহ মাটি, ফার্নেস অয়েল লেগে থাকা গাছপালাসহ পরিক্ষা-নিরিক্ষা ও জীব-বৈচিত্র্যের বর্তমান অবস্থা পর্যবেক্ষন করেন। পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও ও এই পর্যবেক্ষণ দলের সদস্য আমীর হোসাইন চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ৭টি দেশের বিশেষজ্ঞদের নিয়ে ২৫ সদস্যের এদলটি গত ৯ ডিসেম্বর ভোরে সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্রাংকার ডুবিতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েল নি:সরণে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষনসহ প্রথম দিনের পরিক্ষা-নিরিক্ষার ফলাফল জানাতে অপারগতা প্রকাশ করেছে বিশেষজ্ঞ দলটি।

বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোম বিকালে শ্যালা নদীতে থেকে বাংলাদেশ প্রতিদিনকে জানান, তাদের পর্যবেক্ষনের ফলাফল ইউএনডিপি কান্ট্রি অফিসের মাধ্যমে জানান হবে। পর্যবেক্ষক টিমটি তাদের কার্যমেয়াদে ক্ষতিগ্রস্ত চাঁদপাই বন্যপ্রাণী অভায়ারণ্যসহ শ্যালা নদী হতে হরিণটানা খাল পর্যন্ত দীর্ঘ এলাকা পর্যবেক্ষন করবে। বিশেষজ্ঞ দলের প্রধান এ্যামোলিয়া ওয়ালট্রোমের নেতৃত্বে জাতিসংঘের ২৫ সদস্যের এই প্রতিনিধি দলটি ৪-৫ দিন সুন্দরবনের মধ্যে জলযানে থেকে সরেজমিন পরির্দশন ও নানা বিষয় নিয়ে পরিক্ষা-নিরিক্ষা করবে। সোমবার বিকেলে পলিটিং হোম নামের একটি জলযানে করে বিশেষজ্ঞ দলটি সরেজমিনে সুন্দরবনে যায়। সুন্দরবনের জীব-বৈচিত্র্যের দীর্ঘ মেয়াদে কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপন, ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে করনীয় ও কতো দিন সময়ের লাগবে, সেসব বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের মতামত জানতে তাদের আমন্ত্রন জানায় সরকার।

এদিকে জাতীসংঘের ২৫ সদস্যের বিশেষজ্ঞ দলের সুন্দরবনে পর্যবেক্ষকে স্বাগত জানিয়েছে সুন্দরবন বিশেষজ্ঞ ও সেভ দ্যা সুন্দরবনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম। তিনি জানান বিলম্ব হলেও সরকার এ প্রতিনিধি দলটিকে সংকটাপন্ন সুন্দরবনের বাস্তব অবস্থা পর্যবেক্ষনের সুযোগ করে দিয়েছে। এ প্রতিনিধি দলটি আমাদের গর্ব ওয়াল্ড হ্যারিটেজ সুন্দরবনে অয়েল ট্যাংকার ডুবিতে তেল নিঃসরনের ফলে জীব বৈচিত্র্যের যে দীর্ঘ মেয়াদি ক্ষয় ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে নিরুপন করতে সক্ষম হবে। এপ্রতিনিধি দলটি সকল পর্যবেক্ষন রির্পোট বন বিভাগ সঠিক ভাবে পালন করলে সুন্দরবন আবারও ঘুরে দাড়াতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই অভিমন প্রকাশ করেছেন সুন্দরবন উপকৃূলীয় ম্যসৎজীবি সমবায় সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী । তিনি জানান জাতিসংঘের এপ্রতিনিধি দলে রির্পোটে সুন্দরবনের মৎস্য সম্পদের কি পরিমান ক্ষয় ক্ষতি হয়েছে তা সঠিক ভাবে নিরুপন করা সম্ভব হবে। সেই আলোকে জেলেরা বনসহ সুন্দরবন উপকূলে মৎস্য আহবন করতে পারবে।


(একে/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test