E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মাসেতু নিমার্ণে ভুটান উৎকৃষ্টমানের পাথর দিবে’

২০১৪ ডিসেম্বর ২৩ ১৭:৪৩:১১
‘পদ্মাসেতু নিমার্ণে ভুটান উৎকৃষ্টমানের পাথর দিবে’

মাদারীপুর প্রতিনিধি : ‘যমুনা সেতুর মতো এবার পদ্মা সেতুতেও উৎকৃষ্টমানের পাথর দিয়ে সহায়তা করবে ভুটান। বাংলাদেশে পদ্মা সেতু প্রকল্প একটি বৃহৎ কাজ।’ মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদারীপুর সার্কিট হাউসে ভুটানের রাষ্টদূত পেমা ছোদেন মাদারীপুর জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের সাথে এক সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন।

রাষ্টদূত পেমা ছোদেন আরও বলেন, পদ্মাসেতু প্রকল্প একটি বৃহৎ কাজ। সেক্ষেত্রে যমুনা সেতুর মতো এবারও পদ্মা সেতুতে ভুটান পাথর দিবে। এজন্যে সরকারের সাথে চুক্তি সই হয়েছে। এই সেতু নির্মিত হলে মাদারীপুর উন্নত জেলায় পরিণত হবে। যোগাযোগ ক্ষেত্রে অধিকতর উন্নয়ন হবে। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের জন্যে ভুটানের সাথে চুক্তি করা হয়েছে।’

পেমা ছোদেন এ সময় বাংলাদেশ-ভুটানের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় ভুটান সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ায় সম্পর্ক আরো মজবুদ হয়েছে। সেই কারণে গত ৬ ডিসেম্বর ভুটানের প্রেসিডেন্ট এদেশে এসেছিলেন। বন্ধুপ্রতীম দু’দেশের সম্পর্ক আরো জোড়দার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাদারীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজ রায়হান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা পেমা ছোদেনকে উষ্ণ অভিনন্দন জানান।

পরে রাষ্ট্রদূত তার ব্যক্তিগত ড্রাইভার সেলিম মাতুব্বরের গ্রামের বাড়ি সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের ভুতেরবাড়ীতে একটি অনুষ্ঠানে যোগ দেন।

(এএসএ/এএস/ডিসেম্বর ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test