E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘স্বাস্থ্য বিভাগে কর্মরতদের সেবার মান বাড়ানো হবে’

২০১৪ ডিসেম্বর ২৫ ১৮:০০:৪১
‘স্বাস্থ্য বিভাগে কর্মরতদের সেবার মান বাড়ানো হবে’

মাগুরা প্রতিনিধি : স্বাস্থ্য বিভাগের কর্মরতদের সেবারমান আরও বাড়ানো হবে বলে ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি। তিনি বৃহস্পতিবার মাগুরাজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২১তম মৃত্যুবার্ষিকী ও হাসপাতালের ২৫০ শয্যার নতুন ভবনের  উদ্বোধনী  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরও বলেন- মাগুরা শিশু হাসপাতালের উন্নয়নের জন্য ১ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন। এছাড়া ব্যবসায়ীদের দাবীর মুখে মাগুরা সদর হাসপাতালের ভেতর থাকা মামুন ড্রাগ নামের একমাত্র ওষুধের দোকানের ইজারা বাতিলের আশ্বাস দেন। একইসাথে তিনি হাসপাতালের ভেতরে বাইরে কোন ধরনের অবৈধ স্থাপনা না রাখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। পাশাপাশি মাগুরায় একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহনসহ সদর হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সকালে সদর হাসপাতালে উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপিতিত্ব করেন সিভিল সার্জন ডা. সুনীল চন্দ্র রায়। দুপুরে নোমানী ময়দানে আছাদুজ্জামানের মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তানজেল হোসেন খান। উভয় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এস এম কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট চেয়ারম্যান প্রফেসর ডা, এম এস আকবর এমপি, তাহমি গোলন্দাজ এমপি,আনোয়ারুল আবেনি হক এমপি, শরীফ আহমেদ এমপি,মাগুরা-যশোরের সংরক্ষিত মহিলা আসনের এমপি কামরুল লায়লা জলি,জেলা পরিষদ প্রশাসক অ্যড. সৈয়দ শরিফুল ইসলাম ,প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর প্রমুখ।

এদিকে হাসপাতালে মন্ত্রী উপস্থিত হলে স্থানীয় ব্যবসায়ীরা সদর হাসপাতালের ভেতরে সরকারি জায়গায় একটি ওষুধের দোকানের কারণে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন জানিয়ে এটি উচ্ছেদের দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে মন্ত্রী সেখানে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ওই দোকানের ইজারা বাতিলের আশ্বাস দেন। এর আগে সকালে মাগুরায় পৌছে মন্ত্রী পৌর গোরস্থানে আছাদুজ্জামানের কবর জিয়ারত করেন।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম তার বক্তব্যে আরো বলেন, ‘স্বাস্থ্য সেবার মত সব ধরনের মানবিক বিষয়কে রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। বিগত বিএনপি নের্তৃত্বাধীন সরকার কমিউনিটি ক্লিনিকের মত একটি জনগুরুত্বপুর্ণ কাজকে রাজনৈতিক প্রতিহিংসাবশত: বন্ধ করে দেয়। আমরা সেটা আবার চালু করেছি। শুধু কমিউনিটি ক্লিনিক নয় এধরনের আরো অনেক কার্যক্রম বাস্তবায়ন করে স্বাস্থ্য সেবাকে তৃণমুল মানুষের দোড়গোড়ায় পৌছে দেবার কাজ দ্রত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যা অব্যাহত থাকবে’।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test